হোম /খবর /বিনোদন /
একী! কন্ডোম চুষছেন বিখ্যাত বলি অভিনেতা! সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই ভাইরাল

একী! কন্ডোম চুষছেন বিখ্যাত বলি অভিনেতা! সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই ভাইরাল

দুহাতে একটি কন্ডোম ধরে প্রাণপণে চেটে, চুষে চলেছেন অভিনেতা ৷ সোশ্যাল মিডিয়ায় সোমবার এমন পোস্ট দেখেই চক্ষু চড়কগাছ নেটনাগরিকদের ৷ আরে হচ্ছেটা কী!

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে যতই ছোট -তুচ্ছ বা পুরনো ব্যাপার হোক না কেন, নেটিজেনদের নজরে পড়লেই ‘ভাইরাল’ ৷ সেখানে নায়কের মুখে কন্ডোম, এমন দৃশ্য দেখা গেল যে তা ভাইরাল হবে না তা বলাই বাহুল্য ৷

গাল ভর্তি দিন কয়েকের বাসি দাড়ি ৷ বসে গিয়েছে চোখ মুখ ৷ দুহাতে একটি কন্ডোম ধরে প্রাণপণে চেটে, চুষে চলেছেন অভিনেতা ৷ ছবির অভিনেতা আর কেউ নন একের পর এক হিট অন্যধারার ছবি উপহার দেওয়া রাজকুমার রাও ৷ সোশ্যাল মিডিয়ায় সোমবার এমন পোস্ট দেখেই চক্ষু চড়কগাছ নেটনাগরিকদের ৷ মুহূর্তে শেয়ারে শেয়ারে সে দৃশ্য ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে ৷

কথা হচ্ছে পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির পোস্ট করা রাজকুমার রাওয়ের একটি ছবি নিয়ে ৷ সবকিছু ছেড়ে শেষ পর্যন্ত কন্ডোম কেন চাটছেন রাজকুমার রাও? কি এমন হল যে অভিনেতার এমন হাল? নেটিজেনদের প্রশ্নের উত্তরও মিলেছে পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির পোস্টে ৷

ছবিটি আর কিছুই নয় শ্যুটিংয়ের একটি স্টিল ৷ তাও এখনকার নয় পাঁচ বছরের পুরনো ৷ পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির তৈরি Trapped ছবির একটি দৃশ্য ৷ ২০১৬ সালে তৈরি হওয়া সিনেমাটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে এই শ্যুটিং স্টিলটি পোস্ট করেছিলেন পরিচালক ৷

যদিও আসল সিনেমায় এই দৃশ্যটি রাখা যায়নি ৷ সেন্সরের কাঁচিতে বাদ পড়েছিল রাজকুমার রাওয়ের কন্ডোম চোষার দৃশ্য ৷ সেই কথাও নিজের পোস্টে জানিয়েছিলে বিক্রমাদিত্য ৷ তিনি বলেন সেন্সর বোর্ড তাঁকে দৃশ্যটি ছেঁটে ফেলার কথা বললে তিনি তার কারণ জিজ্ঞেস করেছিলেন ৷ পাল্টা বোর্ড তাঁর থেকে এই দৃশ্যটির যৌক্তিকতা জানতে চেয়েছিল ৷ তখন মোতওয়ানি জানিয়েছিলেন, একটা ছেলে দু’দিন ধরে জল, খাবার কিছু পায়নি ৷ খিদের জ্বালায় মরিয়া অভিনেতা পকেটে থাকা কন্ডোমের স্ট্রবেরি ফ্লেভারের স্বাদ নিয়ে খিদে মেটাতে চেয়েছে ৷ তাই এই দৃশ্যে তাকে কন্ডোম চুষতে, চাটতে দেখা যাচ্ছে ৷ কিন্তু পরিচালকের এই কথা পছন্দ হয়নি সেন্সর কর্তাদের ৷ তারা ছবি থেকে দৃশ্যটি ছেঁটে দেন ৷

সার্ভাইভাল ড্রামা ফিল্ম ছিল এই 'ট্র্যাপ' ৷ যেখানে ফ্ল্যাট খুঁজতে গিয়ে নির্মীয়মান আবাসনে আটকে পড়েন নায়ক ৷ সেখানে না ছিল কোনও জল, না ছিল খাবার ৷ কল সেন্টার কর্মী নায়কের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন রাজকুমার রাও ৷ এই সিনেমাটির কারণেই সে বছর সমালোচকদের পছন্দে সেরা অভিনেতার ক্রিটিক অ্যাওয়ার্ডটি তাঁর ঝুলিতে যায় ৷ রাজকুমার পুরস্কারটি ছাড়াও ট্র্যাপ সিনেমাটি জিতে নিয়েছিল বেস্ট সাউন্ড ডিজাইন, সেরা এডিটিংয়েরও পুরস্কার৷ উল্লেখ্য মাত্র ২০ দিনে সম্পূর্ণ হয়ে গিয়েছিলে এই পুরো সিনেমার শ্যুটিং ৷ ৫ বছর আগে বাদ যাওয়া দৃশ্য সামনে আসতেই ভাইরাল ৷

Published by:Elina Datta
First published:

Tags: Rajkumar Rao