#মুম্বই: 'পেয়ার কা দর্দ হ্যায় মিঠা মিঠা পেয়ারা পেয়ারা' সিরিয়ালের পঙ্খুরি অর্থাৎ দিশা পারমার (Disha Parmer)-কেই বিয়ে করতে চলেছেন বিগ বস সিজন ১৪ (Bigg Boss 14)-র রাহুল বৈদ্য (Rahul Vaidya)। দিশার তরফে এ'বিষয়ে তেমন কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও রাহুলের মা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, অভিনেত্রী প্রায় রাজিই হয়ে গিয়েছেন এই বিয়েতে। রাহুল বিগ বস হাউজ (Big Boss house) থেকে বেরলেই বিয়ে নিয়ে পরিকল্পনা শুরু করবেন তাঁরা।
বিগ বস সিজন ১৪ (Bigg Boss 14)-র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী রাহুল। খেলায় সকলের মন জিতলেও বিগ বসের ঘরে সকলের মতো তাঁকে নিয়েও একাধিক জল্পনা তৈরি হয়। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথাও হতে থাকে। তারই মাঝে ১১ নভেম্বর দিশার জন্মদিনের দিন তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন গায়ক। বিগ বসের ঘরে বসেই নিজের টি-শার্টে দিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে লেখেন, উইল ইউ ম্যারি মি? যা দেখে রীতিমতো চমকে যান সকলে। তার পর থেকে অবশ্যই দিশার উত্তরের অপেক্ষায় ছিলেন তিনি।
এ দিকে এই ঘটনার কিছুদিন পর একটি ট্যুইট করে দিশা পারমার জানান, তিনি তাঁর উত্তর রাহুলকে জানিয়ে দিয়েছেন। তবে, উত্তরটা ঠিক কী, সে নিয়ে তিনি কিছু বলেননি।
তবে, কিছু দিন আগে রাহুলের মা ট্যুইট করে জানান, রাহুল এবং দিশার মধ্যে সব কিছু ভালোই চলছে। মা হিসেবে তিনি খুব খুশি। পরে তিনি রাহুল ও দিশার বিয়ের ব্যাপারে নিশ্চিত করেন। জানান, তাঁর মনে হয় বিয়েতে দিশা ৯০ শতাংশ রাজি। ফলে তাঁরা বিয়ের প্ল্যানিং শুরু করে দিয়েছেন।
তিনি আরও জানান, বিয়ের ব্যাপারে দিশার পরিবারের কারও সঙ্গে এখনও কথা হয়নি। প্রথমে রাহুলের সঙ্গে কথা হোক, তার পর এগোনো যাবে।
দিশাকে নিয়ে রীতিমতো খুশি রাহুলের মা। তিনি বলেন, দিশা খুবই ভাল মেয়ে। গত বছর তিনি কয়েকবার এসেছে রাহুলদের বাড়িতে। যদিও মা ওদের সম্পর্কের বিষয়ে কিছু জানতেন না। তিনি ভেবেছিলেন ওঁরা দু'জনে বন্ধু। মায়ের বক্তব্য- সেই সময়েই যদি দিশা তাঁকে ব্যাপারটা বলতেন, তা হলে তিনি সঙ্গে সঙ্গে গিয়ে ওঁর পরিবারের সঙ্গে কথা বলে আসতেন!
এক দিকে যখন তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন চলছে টেলিজগতে, তখন অন্য দিকে হঠাৎই রবিবার বিগ বসের বাড়ি (Bigg Boss 14) স্বেচ্ছায় ছেড়ে বেরিয়ে যান রাহুল। বিগ বস ১৪ সিজনের দর্শকদের অন্যতম পছন্দের প্রতিযোগী ছিলেন তিনি। হঠাৎ এই ভাবে প্রতিযোগিতা ছেড়ে যাওয়ায় তাঁকে নিয়ে রীতিমতো হইচই শুরু হয় ট্যুইটারে (Twitter)। অনেকেই রাহুলকে সাপোর্ট করেন। দর্শক ও নেটিজেনদের পাশাপাশি শোয়ের প্রাক্তন প্রতিযোগীরাও এই নিয়ে একাধিক মন্তব্য করতে থাকেন। অনেকে ফিরে আসার আবেদনও জানান।
রাহুল অবশ্য বিগ বসের ঘর ছেড়ে যাওয়ার সময়ে জানান, তিনি পারিবারিক কারণের জন্যই ফিরে যাচ্ছেন। কখনও ছোট থেকে পরিবার ছাড়া থাকেননি। তবে, ছাড়ার আগে এটাও জানিয়ে যান, তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েই শো-তে পারফর্ম করেছেন। কিন্তু পরিবারকে ছেড়ে থাকা আর তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না!তবে, হঠাৎ এভাবে রাহুলের ছেড়ে যাওয়া বিয়ের জন্যই বলে মনে করছেন অনেকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rahul Vaidya