#কলকাতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে ইন্ডাস্ট্রি৷ অটোগ্রাফ সিনেমার একটি সংলাপ পরবর্তীতে বদলে গিয়ে এমনই হয়ে দাঁড়িয়েছে৷ সত্যিই তো বাংলা ফিল্ম জগতের অভিভাবক এখন প্রসেনজিৎ, সকলের আদরের বুম্বাদা৷ ইন্ডাস্ট্রির নানা রকম সিদ্ধান্ত হোক বা ব্যবসায়ীক নীতি, সবকিছুতেই নেওয়া হয় বুম্বাদার মত৷ তাঁর প্রতি সকলের অসীম বিশ্বাস ও ভরসা৷ বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচায়ে রাখা ও জনপ্রিয় করে তোলার পিছনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরিশ্রম ও অবদান অনস্বীকার্য৷ আজ, ৩০ সেপ্টেম্বর তাঁর জন্মদিন৷ কাছের মানুষ থেকে শুরু করে দর্শকদের ভালবাসা পেয়েছেন অনেক তবে তাঁর পছন্দের উপহারটি নিজেই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়৷
বাবা বিশ্বজিতের হাত ধরে ইন্ডাস্ট্রিতে খুব ছোটবেলায় আসেন প্রসেনজিৎ৷ তারপর বাবার মুম্বই পাড়ি দেওয়া ও বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে অভিনেতার অসম্ভব লড়াইয়ের কথা সকলেই জানেন৷ বাংলার দর্শক তাঁকে দেখেছে বিভিন্ন বয়সে৷ ছোটবেলার বুম্বা থেকে ইন্ডাস্ট্রির বুম্বাদা হয়ে ওঠার সাক্ষী বাঙালী দর্শক৷ কিশোর থেকে তরুণ প্রসেনজিতের কাজের প্রসংশা করেছেন সকলে৷ সেই বিভিন্ন বয়সের প্রিয় বুম্বাদার ছবি আঁকলেন অনিকেত মিত্র৷ সেই ছবিটি নিজে শেয়ার করলেন তিনি৷
তবে তাঁর প্রিয় উপহারটা সম্ভবত জন্মদিনের কিছুদিন আগেই পেয়েছেন প্রসেনজিৎ৷ এক ছোট্ট শিশু তার প্রিয় বুম্বা আঙ্কলের ছবিতে চুমু খেয়ে আদর করছে৷ প্রসেনজিতকে খুবই ভালবাসে এই শিশু এবং এই খুদে ভক্তের এভাবে ছবির বুম্বা আঙ্কলকে আদর করা নিয়ে আপ্লুত অভিনেতা৷ এই ভিডিওটি তিনি শেয়ার করে লিখেছেন যে, এটা আমার অন্যতম সেরা উপহার ও আর্শীবাদ৷
বাংলা ছবির ধারায় বর্তমানে অপ্রতিদ্বন্দ্বী হয়ে থাকলেও ভারতীয় ছায়াছবির ইতিহাস বিচার করতে বসলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম ছেঁটে ফেলা যাবে না। যেমন বর্ণময় হতে পারে এক নায়কের জীবন, সেই সব কিছুই রয়েছে তাঁর কাছে। ব্যর্থ প্রেম, ব্যর্থ দাম্পত্য, উচ্চাভিলাষী ছবির বক্স অফিসে মুখ থুবড়ে পরা, পাশাপাশি আশাতীত সাফল্য- সব নিয়েই কিংবদন্তী প্রসেনজিৎ। বাংলার এই সুপারস্টারের জন্মদিনে তাঁকে অনেক শুভেচ্ছা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Prosenjit Chatterjee