corona virus btn
corona virus btn
Loading

সূর্যোদয়ের মুখে আমাদের কথাবার্তা কখনও ভুলব না, ট্যুইট প্রিয়াঙ্কার

সূর্যোদয়ের মুখে আমাদের কথাবার্তা কখনও ভুলব না, ট্যুইট প্রিয়াঙ্কার
সুশান্তের মৃত্যুতে ট্যুইট করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

শোকবার্তায় সুশান্তের সেই মহাকাশপ্রেমের কথাই আরও একবার তুলে আনলেন প্রিয়াঙ্কা চোপড়‌া।

  • Share this:

#মুম্বই: ছেলেটা ছিল আকাশমুখী। ছেলেটা ছিল অঙ্কপাগল। দিনভর বলিউড প্রলাপের মত একই কথা বলে গিয়েছে। ৩৪ বছর বয়সে সুশান্ত সিং-এর এই চলে যাওয়া মানতে পারছেন না কেউ। শোকবার্তায় সুশান্তের সেই মহাকাশপ্রেমের কথাই আরও একবার তুলে আনলেন প্রিয়াঙ্কা চোপড়‌া।

প্রিয়াঙ্কা রবিবার ট্যুইটে লেখেন, "আমি স্তম্ভিত। নিশ্চয়ই অনেক যন্ত্রণা সইতে হয়েছে তোমায়। যেখানেই থাকো বন্ধু এবার শান্তিতে থাকো।"

শোকবার্তাটিতে প্রিয়াঙ্কা আরও যোগ করেন, "এত তাড়াতাড়ি চলে গেলে! সূর্যোদয়ের মুখে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আমাদের সেই কথপোকথন কখনও ভুলতে পারব না। শব্দেরাও আর কোনও অনুভূতির সঞ্চার করছে না। শান্তিতে ঘুমোও সুশান্ত। আমার সমেবেদনা সুশান্তের আত্মীয় পরিজনদের।"

আর পাঁচটা দিনের মতোই রবিবারও দিন শুরু করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। ফলের রসটাও খেয়েছিলেন সময় মতো। ১১ টা নাগাদ পরিচারক এসে দরজা ধাক্কালেও খোলেননি তিনি। দুপুর ১২ টা ৪৫ মিনিট নাগাদ দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁর মৃতদেহ পাওয়া যায়।

Published by: Arka Deb
First published: June 15, 2020, 12:47 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर