Home /News /entertainment /
বাবা-মা দু'জনেই ছিলেন আর্মিতে ! ছবি শেয়ার করে আবেগে ভাসলেন প্রিয়াঙ্কা চোপড়া !

বাবা-মা দু'জনেই ছিলেন আর্মিতে ! ছবি শেয়ার করে আবেগে ভাসলেন প্রিয়াঙ্কা চোপড়া !

photo source Instagram

photo source Instagram

প্রিয়াঙ্কা চোপড়ার বাবা ও মা দু'জনেই ছিলেন আর্মিতে।

 • Share this:

  #মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। শুধু তাই নয় হলিউডেও নিজের কাজের পরিচয় রেখেছেন প্রিয়াঙ্কা। নিক জোনাসকে বিয়ে করে বিদেশে সংসার পেতেছেন পিগি চপস। লকডাউনে বন্ধ সিনেমার শ্যুটিং। ঘুরতেও যেতে পারছেন না কোথাও। এই সময়টা প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়াতে একটু বেশিই অ্যাক্টিভ। নিজের জীবনের ভাল মুহূর্তের ছবি শেয়ার করছেন তিনি।

  কখনও নিকের সঙ্গে প্রথম ডেটের ছবি শেয়ার করে লিখছেন, 'এটাই আমার জীবনের সেরা সিদ্ধান্ত।' আবার কখনও নানা রকম চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করে ছবি দিচ্ছেন নিজের। এবার নিজের বাবা মায়ের ছবি শেয়ার করলেন। মা বাবার অল্প বয়সের ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখলেন, "আমার বাবা এবং মা দুজনেই ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। হয়তো এই জন্যই সারা বিশ্বের মিলিটারি পরিবারের সঙ্গে আমি আত্মার যোগ খুঁজে পাই। আজ সেই সব যোদ্ধাদের মনে করবো যারা আমাদের রক্ষার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিতেও ভাবেন না।" এই ছবির তলায় পরিনীতি চোপড়া লিখলেন, "এই ছবিটা বড়ি মাম্মা আর বড়ি পাপার সব থেকে বেস্ট ছবি।" বোনের কমেন্টে লাভ সাইন দিয়েছেন প্রিয়াঙ্কা।

  Published by:Piya Banerjee
  First published:

  Tags: Bollywood, Instagram, Priyanka Chopra

  পরবর্তী খবর