• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • নাম রাখলেন ‘সোনা’, নারী দিবসের দিনেই সুখবর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

নাম রাখলেন ‘সোনা’, নারী দিবসের দিনেই সুখবর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

এ বার সুখবর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস । দম্পতিকে শুভেচ্ছা জানালেন তাঁদের ভক্তরা ।

এ বার সুখবর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস । দম্পতিকে শুভেচ্ছা জানালেন তাঁদের ভক্তরা ।

এ বার সুখবর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস । দম্পতিকে শুভেচ্ছা জানালেন তাঁদের ভক্তরা ।

 • Share this:

  #নিউ ইয়র্ক: বলিউডে এখন শুধুই সুসংবাদ । সদ্যই মা হয়েছেন করিনা কাপুর খান এবং অনুষ্কা শর্মা । যা নিয়ে বেশ সরগরম রয়েছে বলি-পাড়া । তারই মধ্যেই এ বার নতুন সুখবর নিয়ে এলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস । যদিও বহুদিন যাবৎ প্রিয়াঙ্কা এখন বলিউড ছেড়ে হলিউড পাড়ি জমিয়েছেন । তবু সবশেষে তিনি তো এখনও ‘দেশি গার্ল’ । তাই তাঁর দেওয়া সুখবর দেশি-বিদেশি সমস্ত ভক্তদের কাছেই যে বেশ আকর্ষণীয় হবে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না ।

  আসলে বিদেশের মাটিতে এ বার নতুন ফুড জয়েন্ট খুলেছেন পিগি চপস । আর এই সুখবরটাই ট্যুইটারে শেয়ার করেছেন তিনি । নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আর নিক জোনাসের নতুন রেস্তোরাঁর শুভ উদ্বোধন হয়েছে । জোনাস দম্পতি সেই রেস্টুরেস্টের নাম দিয়েছেন ‘সোনা’ । প্রবাসী ভারতীয়রা এ বার বিদেশের মাটিতেও চেখে দেখতে পারবেন ভারতীয় ক্যুইজিন ।

  এ দিকে ম্যাট্রিক্স ফোর-এর শ্যুটিংয়ের জন্য বেশ কয়েক মাস ধরেই প্রিয়াঙ্কা নিউ ইয়র্কে রয়েছেন। মার্কিন মুলুকের পাশাপাশি লন্ডনেও চলছে প্রিয়াঙ্কার এই সিনেমার শ্যুটিং। ফলে এই মুহূর্তে যে তিনি ভারতে আসছেন না কোনওভাবেই, তা স্পষ্ট করে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

  ২০১৯ সাল থেকে নতুন এই রেস্তোরাঁ খোলার উদ্যোগ নিচ্ছেন নিক-প্রিয়াঙ্কা । অবশেষে ২০২১-এ এসে তাঁদের সেই স্বপ্ন বাস্তবের রূপ দেখল ।

  Published by:Simli Raha
  First published: