corona virus btn
corona virus btn
Loading

লাইফ পার্টনার বাছার পর ডেটিং অ্যাপে প্রিয়াঙ্কা চোপড়া, রাখঢাক না রেখে নিজেই জানালেন

লাইফ পার্টনার বাছার পর ডেটিং অ্যাপে প্রিয়াঙ্কা চোপড়া, রাখঢাক না রেখে নিজেই জানালেন
Photo Courtesy - Priyanka Chopra / Instagram Handle

প্রিয়াঙ্কা চোপড়ার এ কী রূপ !

  • Share this:

#মুম্বই: দিন কয়েক আগেই নিজের বয়ফ্রেন্ড নিক জোনাসের সঙ্গে রোকা সেরেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ দেশে -বিদেশে হাতে হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন ৷ এর সঙ্গে যে যার পেশাদার জগতও সামলাচ্ছেন সমান দক্ষতায় ৷

এরমধ্যে আবার ডেটিং অ্যাপ কি ব্যাপার ৷ এই প্রশ্নটাই মাথায় আসছে তো ৷ আসলে বিষয়টি একেবারে অন্য ডেটিং অ্যাপে নিঃসন্দেহে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া তবে একেবারে ইনভেসটর হিসেবে ৷ বলিউড কাঁপিয়ে পিগি চপস হলিউডে হিল্লোল তুলেছেন ৷ গানেও গলা খুলেছেন এবার আসছেন ব্যবসা করতে ৷

Photo Courtesy - Priyanka Chopra / Instagram Handle Photo Courtesy - Priyanka Chopra / Instagram Handle

মার্কিন ডেটিং অ্যাপ Bumble -এ পয়সা বিনিয়োগ করছেন দেশি গার্ল ৷ এর আগে ২১০৩ থেকে ভারতে রমরমা ব্যবসা ডেটিং অ্যাপ Tinder-র ৷ এই Tinder-র ৯৬ লক্ষ অ্যাকটিভ ইউজার এবং রোজ ১.৪ বিলিয়ন সোয়াইপ হয় এই অ্যাপে ৷ এছাড়া এশিয়ার ভারতে এদের সবচেয়ে বড় মার্কেট ৷ সারা বিশ্বে ডেটিং অ্যাপের মধ্যে এটা সেরা ১৫-তে থাকে ৷

আরও পড়ুন - রণবীর -দীপিকার বিয়ে নিয়ে হাজার প্রশ্ন, তারমধ্যেই ‘অ্যাসিড আক্রান্ত’ দীপিকা, দেখুন ভিডিও

এই অবস্থায় ভারতের বিশাল বাজারে তাদের প্রতিপক্ষ হতে আসছে Bumble  ৷ ২০১৮ তেই চলে আসছে এই ডেটিং অ্যাপ ৷ এখনও অবধি ভারতে যে কটি ডেটিং অ্যাপ আছে তাতে মহিলারাই প্রথম রিকোয়েস্ট পাঠাতে পারেন ৷ তবে Bumble  অন্যরকম পথে হাঁটবে এতে নারী-পুরুষের কোনও বিভেদ থাকবে না ৷ যে চাইবে সেই পাঠাতে পারবে রিকোয়েস্ট ৷

First published: October 6, 2018, 12:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर