#মুম্বই: ইদানীং 'ট্র্যাভেল মোড'-এ রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া । আমেরিকান সিরিজ 'কোয়ান্টিকো সিজন থ্রি'-র প্রোমোশনে চষে বেড়াচ্ছেন গোটা দুনিয়া!
সফর চলাকালীন তিনি তাঁর একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ছবিটি প্লেনের ভিতর তোলা। ক্যাজুয়াল মুডে 'পিগি চপস'! গোল বাঁধাল, তাঁর ব্রেসলেটটা! হুবহু মঙ্গলসূত্রের মতো দেখতে!
মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছবিটি। তা হলে কী বিদেশে গোপনে বিয়ে করে নিয়েছেন প্রিয়াঙ্কা?
কোনওদিনই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে দেখা যায়নি 'বরফি'স্টারকে! একবার, টক-শো 'কফি উইথ করন'-এ করন জোহর তাঁকে বিয়ের প্ল্যানিং নিয়ে প্রশ্ন করেন! ডিপ্লোম্যাটিক খেলে সুন্দরী উত্তর দেন, যেদিন তাঁর আঙুলে এনগেজমেন্ট রিং দেখা যাবে, সেদিন সবাই এমনিতেই বুঝে যাবে, তিনি বিয়ে করেছেন কী করেননি! তা হলে কী এটাই সেই ঈঙ্গিত? ফ্যানেদের মধ্যে জল্পনা-কল্পনা তুঙ্গে!
আরও পড়ুন-মেয়ের বিয়ে নিয়ে মুখ খুললেন অনিল কাপুর
অবশেষে রহস্যর সমাধান করলেন খোদ নায়িকা! সমস্ত গরম গসিপে ঠাণ্ডা জল ঢেলে দিয়ে ট্যুইট করলেন, তাঁর হাতে মঙ্গলসূত্র নয়, 'এভিল আই ব্রেসলেট'! জানালেন, গোপনে বিয়ে সারবেন না! নিজেই বিয়ের খবর জানাবেন সবাইকে! ব্রেসলেটটির একটা ক্লোজ-আপ শটও পোস্ট করলেন প্রিয়াঙ্কা!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।