হোম /খবর /বিনোদন /
বিবাহবার্ষিকীতেই প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের কোলে সদ্যজাত শিশু ! ভাইরাল ছবি

বিবাহবার্ষিকীতেই প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের কোলে সদ্যজাত শিশু ! ভাইরাল Fake Photo

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের একটি ফেক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: বলিউড সেলিব্রিটিদের উপর ফ্যানেদের নজর সব সময়ই রয়েছে ৷ আর এর জেরেই তাদের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে ৷ এবং তার মধ্যে একাধিক ফেক ছবিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে থাকে ৷ সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের একটি ফেক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

    ২০১৮-র ২ ডিসেম্বর যোধপুরের বিলাস বহুল উমেদ ভবন প্যালেসে গাঁটছড়া বেঁধেছিলেন নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া ৷ পয়লা ডিসেম্বর তাদের প্রথম বছরের বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন ৷ আর তার মধ্যেই দু’জনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷

    দু’জনের একাধিক ফ্যান ক্লাব তাদের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে একাধিক ছবি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায় ৷ একটি ফ্যান ক্লাব প্রিয়াঙ্কা ও নিকের ফোটোশপ করা ছবি শেয়ার করেছেন ৷ Niyanka#one year anniversary @shayPClove নামে ট্যুইটারে উপস্থিত ফ্যান ক্লাব তাদের অ্যাকাউন্টে নিক ও প্রিয়াঙ্কার সঙ্গে একটি বাচ্চার ছবি ফোটোশপ করে শেয়ার করে লিখেছেন, ‘আমার কালেকশনে নিক ও প্রিয়াঙ্কার এই ছবিটা পেয়েছি ৷’ #1yearofnickiyanka লিখে দু’জনকে শুভেচ্ছাও জানিয়েছেন ৷

    ছবিতে প্রিয়াঙ্কা ও নিকের কোলে একটি ছোট্ট শিশুকে দেখা গিয়েছে ৷ ছবিটি যে ফোটোশপ করা তা দেখেই বোঝা যাচ্ছে ৷ কিন্তু ফ্যানেদের ছবিটা এতটা পছন্দ হয়েছে দেখে সেটি আর ডিলিট করেনি ৷ এরপরই ছবিটি সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷

    First published:

    Tags: Fake Picture, Nick Jonas, Priyanka Chopra, Social Media, Viral Picture