• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • জেলে সলমনের সঙ্গে দেখা করলেন বন্ধু প্রীতি জিন্টা

জেলে সলমনের সঙ্গে দেখা করলেন বন্ধু প্রীতি জিন্টা

Preity Zinta & Salman Khan

Preity Zinta & Salman Khan

 • Share this:

  #যোধপুর: কৃষ্ণসার হত্যা মামলায় যোধপুর দায়রা আদালতে আজ শুক্রবারও জামিন পেলেন না সলমন খান ৷ আগামিকাল এই অভিনেতার জামিনের আর্জি নিয়ে সিদ্ধান্ত জানাবে আদালত। অর্থাৎ অন্তত আরও একটা রাত জেলেই কাটাতে হবে বলিউডের ‘ভাইজান’-কে। সলমনের কারাদণ্ড নিয়ে দুঃখিত বলিউড তারকা সহ অনুরাগীরাও। এরই মধ্যে সলমনের সঙ্গে দেখা করতে যোধপুরে এসেছিলেন সলমনের বন্ধু তথা তাঁর বহু ছবির নায়িকা প্রীতি জিন্টা। সলমনের সঙ্গে ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘হর দিল জো পেয়ার করেগা’ ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে ৷ জেনে গুডএনাফের সঙ্গে বিয়ের পর এখন সান ফ্রান্সিস্কোতেই থাকেন সলমন ৷ গোটা বছর মুম্বই আর ক্যালিফর্নিয়া যাতায়াত করতে হয় তাঁকে ৷ আসন্ন আইপিএল-এর জন্য এই সপ্তাহের শুরুতেই এ দেশে পৌঁছেছেন প্রীতি ৷ সলমনকে নিয়ে খবর শোনা মাত্রই তিনি সলমনের সঙ্গে দেখা করবেন বলে মনস্থির করে ফেলেছিলেন ৷ সেই মতো তিনি দেখা করেন ভাইজানের সঙ্গে ৷ জানা গিয়েছে, জেলে গিয়ে প্রায় আধ ঘণ্টা সলমনের সঙ্গে সময় কাটান প্রীতি ৷ প্রথম সেলিব্রিটি হিসেবে প্রীতি সলমনের সঙ্কটের সময়ে সলমনের পাশে দাঁড়াতে যোধপুর সেন্ট্রাল জেলে এলেন ৷

  তবে সংবাদ মাধ্যমের নজর এড়াতে একটি বড় মাপের সাদা রংয়ের টুপি পরেছিলেন তিনি ৷ সলমন নিয়ে কোনও পোস্টও করেননি তিনি ৷ তবে সলমনের সঙ্গে দেখা করতে গিয়েছেন সলমন ৷ এই খবর চাউর হতেই জেলের বাইরে প্রীতির দিকে ক্যামেরা তাক করেন কৌতুহলী জনতা ৷ আর সেই ভিডিওই পোস্টে হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷
  First published: