#মুম্বই: মা হতে চলেছেন বেবো । দ্বিতীয়বার সন্তানের জন্ম দেবেন ৩৯ বছরের করিনা কাপুর খান । গত সপ্তাহেই সুখবরটি জানিয়েছেন তিনি । নতুন সদস্যের আগমণের অপেক্ষায় এখন দিন গুণছে পতৌদি পরিবার ।
গতকাল, রবিবার ছিল সইফ আলি খানের ৫০ বছরের জন্মদিন । এই নিয়ে চতুর্থবার বাবা হতে চলেছেন সইফ । ফলে এ বছরের জন্মদিনটা ছিল বেশ স্পেশ্যাল । তার উপর আবার হাফ সেঞ্চুরি বলে কথা । তবে এই লকডাউনের মধ্যে ঘরেই ছিমছাম অনুষ্ঠানে পরিবারের সকলের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করেছেন ছোটে নবাব ।
View this post on Instagram
সইফের সঙ্গে কেট কেটে, ছবি তুলে বার্থডে পালন করেছেন মম-টু-বি বেবো। একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘‘স্পার্কেল অফ মাই লাইফ ।’’ আর সেই ভিডিও-তেই বেশ স্পষ্ট বোঝা গেল করিনার ছোট্ট বেবি বাম্পটি। জানা গিয়েছে, ২০২১-এর মার্চে সন্তানের জন্ম দেবেন করিনা । এখন তাঁর মাস দুয়েকের গর্ভাবস্থা চলছে ।
২০১২ সালের অক্টোবর মাসে বিয়ে হয় করিনা ও সইফের ৷ তারপর ২০১৬ সালে তাঁদের জীবনে আসে তৈমুর আলি খান৷ করিনার বাবা রণধীর কাপুর জানিয়েছেন, ওঁরা এ বার চার জনের পরিবার হবে ৷ আমি অনেকদিন সেটা চাইছিলাম৷ তৈমুরের একজন খেলার সঙ্গীর খুব দরকার ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kareena Kapoor Khan, Saif Ali khan