#মুম্বই: এক সপ্তাহ অতিক্রান্ত ৷ সাত দিন হয়ে গেল ওই সংক্রামক হাসিটা আর নেই ৷ তিনি চলে গিয়েছেন, হয়তো অনেক অবসাদ, অনেক দুঃখ আর অনেকটা একাকীত্বকে সঙ্গী করে ৷ বিহারের পটনার এক সাদামাটা পরিবার থেকে উঠে আসা সুশান্ত সিং রাজপুত, পড়াশোনায় ছিলেন তুখোড়... আর স্বপ্ন দেখতেন ভূরিভূরি ৷ সেই স্বপ্নের পথে হাঁটতে গিয়েই হোঁচট খেলেন সুশান্ত ৷ আজ একমাত্র ছেলেটা চলে গিয়েছে, তাঁর খুব পছন্দের রাজ্যে...হয়তো তাঁর মায়ের কাছে...অথবা তাঁর কেনা চাঁদের জমিটায়...বা টেলিস্কোপ দিয়ে রাতের পর রাত যে মহাকাশটায় তারা গুনতেন তিনি, সেখানে ৷
আজ সুশান্তের স্মৃতিতে তাঁর পটনার বাড়িতে আয়োজন করা হয়েছে একটি স্মরণসভার ৷ সাদা ফুলেতে সাজানো তাঁর ছবি... ছবিতেও চোখ আটকে যাচ্ছে তাঁর ভুবন ভোলানো সেই হাসিটাতেই ৷
গত ১৪ জুন, রবিবার নিজের বান্দ্রার ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত ৷ পরের দিন, ১৫ জুন বিকেলে মুম্বইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷ সুশান্তের বাবা, দিদিরা এবং পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন তাঁর শেষকৃত্যে ৷ উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিতে সুশান্তের ঘনিষ্ঠরাও ৷