#মুম্বই: যাঁরা খুব মন দিয়ে বলিউডের ছবি দেখেন, তাঁদের এই দু'টো কথা ভুলে যাওয়ার প্রশ্নই ওঠে না! ছবির নাম দেখানো হয়ে গেল ইংরেজি, হিন্দি আর উর্দূতে; একে একে দেখানো হয়ে গেল সব অভিনেতাদেরও নাম। আর সব শেষে পর্দায় বড় বড় অক্ষরে ফুটে উঠল প্রাণ-এর নাম!
অস্বীকার করার উপায় নেই, দীর্ঘ ৬ দশকের কেরিয়ারে ভারতীয় ছায়াছবিকে প্রাণ দিয়েছেন তিনিই। যে কোনও ধরনের অভিনয়েই এক অনন্য নজির গড়তেন প্রাণ সাহেব। খলনায়ক হিসেবে যেমন তাঁর অভিনয় গায়ে কাঁটা জাগায়, তেমনই আবার কৌতূকের দৃশ্যে তাঁকে দেখে হেসে ফেলা ছাড়া উপায় থাকে না!
আজ জন্মদিনে ফিরে দেখা যাক প্রাণ কৃষণ সিকন্দ ওরফে প্রাণ সাহেবের অভিনয় করা কিছু স্মরণীয় খলনায়কের চরিত্র। বলিউডের ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্যই যে সব চেয়ে বেশি প্রশংসিত হয়েছেন তিনি!
হরনাম-- পূরব অউর পশ্চিম (Purab aur Paschim) ছবিতে এই হরনাম-ই ধরিয়ে দিয়েছিল দেশপ্রেমিকদের অনেককে! অভিনয়ের নৈপুণ্যে আজও চরিত্রটি মনে ঘৃণা জাগায়!
রাকা-- জিস দেশ মে গঙ্গা বহেতি হ্যায় (Jis Desh Mein Ganga Behti Hai) ছবির ডাকাত-সর্দার রাকাকেই বা কী ভাবে ভুলে যাবে বলিউড? না কি 'তুমহারা বাপ রাকা'- এই সংলাপ ভুলে যাওয়া সম্ভব?
শের খান--প্রাণ অভিনীত এই চরিত্রটি ছাড়া জঞ্জির (Zanjeer) ছবি অসম্পূর্ণ! 'চোরোঁ কে ভি ওসুল হোতে হ্যায়'- এই নীতিজ্ঞানের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিল খোদ শের খান!
লালা ভগত রাম--পাত্থর কে সনম (Pathar Ke Sanam) ছবিতে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে 'কিঁউ? ঠিক হ্যায় না ঠিক?' সংলাপ বলার অনন্য ধরন লালা ভগত রামকে অমর করে রেখেছে রুপোলি পর্দায়।
রাজা বাবু--হাফ টিকেট (Half Ticket) ছবির স্মাগলার হিসেবে রাজা বাবুকে বেশি করে মনে রাখবে বলিউড? না কি 'আকে সিধি লাগি দিল পে য্যায়সে কাটারিয়া' গানে মেয়ে সাজা কিশোর কুমারকে (Kishore Kumar) প্রেমনিবেদন করার প্রাণান্ত চেষ্টাকে?