#মুম্বই: চাঙ্কি পান্ডে ৯০-এর দশকের নাম করা অভিনেতা। তাঁকে সবচেয়ে বেশি দেখা গিয়েছে মজার চরিত্রে অভিনয় করতে। কিন্তু তিনি কিছু ছবিতে ভিলেন অর্থাৎ নেগেটিভ চরিত্রেও অভিনয় করেন। 'প্রস্থানম' ও 'সাহো'-তে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে। 'সাহো' ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেন প্রভাস। আর এই ছবি নিয়েই যত ঝামেলা। একটুর জন্য মার খেতে খেতে বেঁচে গেলেন তিনি।
সম্প্রতি একটি ইন্টারভিউতে চাঙ্কি পান্ডে বলেন, "সাহো' মুক্তি পাওয়ার কিছুদিন পর আমি একটা জায়গায় গিয়েছি। সেখানে বেশ কিছু মানুষের জমায়েত হয়েছিল। আমি একটা শো করতেই যাই। শো শেষে দেখি এক বয়স্ক ভদ্র মহিলা। আমার আন্টির বয়সী হবেন। তিনি জুতো নিয়ে তেড়ে আসছেন আমার দিকে। কিছুতেই তাঁকে আটকানো যাচ্ছে না। তিনি আমাকে মারবেনই জুতো দিয়ে। যাইহোক কোনও রকমে তাঁকে সামলানোর পর আমি কাছে যাই। গিয়ে ওনাকে বলি আমি আপনার কী করেছি? তখন ওই ভদ্র মহিলা বলেন তুমি আমার কিছু করোনি। কিন্তু তুমি প্রভাস আমার বাহুবলির গলা টিপে ধরেছিলে। তোমায় আমি ছাড়বো না। তুমি আগে ভাল ছিলে। এইসব করতে না। এখন বাজে হয়ে গেছ।" এই কথা বলে হাসতে থাকেন চাঙ্কি পান্ডে। তবে সে যাই হোক 'সাহ' যতই না চলুক। চাঙ্কি পান্ডের অভিনয় কিন্তু দর্শকের মনে গেঁথে গিয়েছে। তা এই ঘটনা থেকেই প্রমানিত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Chunky Pandey, Prabhas