#মুম্বই: প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। তার কিছু দিনের মধ্যেই ভাইরাসে আক্রান্ত হন প্রেমিকা আলিয়া ভাট (Alia Bhatt)। আলিয়া এখন সুস্থ হয়েছেন। আর সুস্থ হয়েই প্রেমিকের সঙ্গে পাড়ি দিয়েছেন মলদ্বীপের উদ্দেশ্যে। ভারত যেখানে করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে টলমল করছে, সেখানে এই ভাবে বলিউড তারকাদের গোয়া বা মলদ্বীপে ছুটি কাটানো নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠেছে তাঁদের দায়িত্ববোধ এবং যত্রতত্র যাতায়াতের অবাধ অনুমতি দেখে। সম্প্রতি দু'জনেই সাদা পোশাক পরে মুম্বই এয়ারপোর্টে গিয়েছিলেন। সূত্রের খবর ছিল তাঁরা মলদ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
আর এই সব দেখেই বেজায় চটেছেন আমজনতা। তারকাদের মানুষ ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং তাঁদের কথার যথেষ্ট দাম দেন। এ হেন অবস্থায় তাঁরা মলদ্বীপ না গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারতেন বা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে সচেতনতার প্রসার করতে পারতেন। একজন নেটিজেন চটে গিয়ে বলেন যে আলিয়া আর রণবীর নিজেরা বেড়াতে যাচ্ছেন আর অন্যদের বলছেন বাড়িতে থাকতে। একজন বলেছেন যে এরা অন্যদের কাছে খারাপ উদাহরণ তুলে ধরছেন।
View this post on Instagram
বেশিরভাগ নেট নাগরিকই বলেছেন দেশের পরিস্থিতি ভালো নয়, প্রতি দিন বহু মানুষ মারা যাচ্ছেন আর এঁদের কোনও লজ্জা নেই।
বলিউড তারকাদের এই নির্লজ্জ ছুটি কাটানো নিয়ে সরব হয়েছেন লেখিকা ও সমাজকর্মী শোভা দে (SHobha De)। শোভা লিখেছেন যে আমরা অতিমারীর মুখোমুখি হয়েছি আর কারও কারও কাছে এটা অনন্ত ছুটি হয়ে দাঁড়িয়েছে। মানুষ মারা যাচ্ছে তাই দয়া করে গোয়া বা মলদ্বীপের ছবি পোস্ট করা বন্ধ করুন।
শোভা অনুরোধ করেছেন সমুদ্র সৈকতে বা বিদেশে ছুটি কাটানোর ছবি ব্যক্তিগত রাখতে। যদিও আলিয়া আর রণবীরও এখনও পর্যন্ত কোনও ছবি দেননি। এই যুগল মলদ্বীপ যাওয়ার জন্য নিন্দিত হলেও বাকিরাও কম যান না। মহারাষ্ট্রে ১৪৪ ধারা জারি হওয়ার পরেই গোয়া চলে গিয়েছেন জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor)। রণবীর সিংকে (Ranveer Singh) নিয়ে নিজের হোমটাউন বেঙ্গালুরু চলে গিয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। গুলমার্গ থেকে ফিরেই মা অমৃতা সিংকে (Amrita Singh) নিয়ে মলদ্বীপ পাড়ি দিয়েছেন সারা আলি খানও (Sara Ali Khan)। অর্থাৎ দেশের কী হবে সেটা না ভেবে আপাতভাবে য পলায়তি স জীবতিকেই মেনে চলছেন তারকারা!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Ranbir Kapoor