• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • জঙ্গল থেকে বাগানে উড়ে এল ময়ূরী, মোদিজির সঙ্গে মিল খুঁজে পেলেন ধর্মেন্দ্র! ভিডিও ভাইরাল

জঙ্গল থেকে বাগানে উড়ে এল ময়ূরী, মোদিজির সঙ্গে মিল খুঁজে পেলেন ধর্মেন্দ্র! ভিডিও ভাইরাল

একটি ময়ূরী ধর্মেন্দ্রর বাগানে এসে উড়ে বেড়াচ্ছে। কখনও আবার ছাদের কার্ণিশ বেয়ে হাঁটছে ।

একটি ময়ূরী ধর্মেন্দ্রর বাগানে এসে উড়ে বেড়াচ্ছে। কখনও আবার ছাদের কার্ণিশ বেয়ে হাঁটছে ।

একটি ময়ূরী ধর্মেন্দ্রর বাগানে এসে উড়ে বেড়াচ্ছে। কখনও আবার ছাদের কার্ণিশ বেয়ে হাঁটছে ।

 • Share this:

  #মুম্বই: নিজের বাগানে ময়ূরদের সঙ্গে তাঁর সখ্যতার ভিডিও গত রবিবার শেয়ার করেছিলেন নরেন্দ্র মোদি । নিজের হাতে ময়ূরদের খাওয়ানো, তাদের সঙ্গে ভালবাসা ও সখ্যতার সম্পর্ক ধরা পড়েছিল সেই ভিডিওতে।

  এ বার নিজের বাগানে তেমনই ভিডিও শেয়ার করলেন অভিনেতা ধর্মেন্দ্র । মঙ্গলবার একটি ট্যুইট করেন তিনি । সেখানে দেখা যাচ্ছে একটি ময়ূরী তাঁর বাগানে এসে উড়ে বেড়াচ্ছে। কখনও আবার ছাদের কার্ণিশ বেয়ে হাঁটছে । উড়ে গিয়ে বসছে বাগানের অন্য প্রান্তে ।

  এই ভিডিও শেয়ার করে ধর্মেন্দ্র লেখেন, ‘‘কীা সুন্দর মিল ... কাল মোদিজির উঠোনে ময়ূর নাচতে দেখলাম, আর আজ আমার আঙিনায় জঙ্গল থেকে একটি ময়ূরী উড়ে এসেছে... ভাল করে ভিডিও নিতেও পারলাম না...আবার ওর আসার অপেক্ষা করব ।’’

  Published by:Simli Raha
  First published: