#মুম্বই: নিজের বাগানে ময়ূরদের সঙ্গে তাঁর সখ্যতার ভিডিও গত রবিবার শেয়ার করেছিলেন নরেন্দ্র মোদি । নিজের হাতে ময়ূরদের খাওয়ানো, তাদের সঙ্গে ভালবাসা ও সখ্যতার সম্পর্ক ধরা পড়েছিল সেই ভিডিওতে।
এ বার নিজের বাগানে তেমনই ভিডিও শেয়ার করলেন অভিনেতা ধর্মেন্দ্র । মঙ্গলবার একটি ট্যুইট করেন তিনি । সেখানে দেখা যাচ্ছে একটি ময়ূরী তাঁর বাগানে এসে উড়ে বেড়াচ্ছে। কখনও আবার ছাদের কার্ণিশ বেয়ে হাঁটছে । উড়ে গিয়ে বসছে বাগানের অন্য প্রান্তে ।
What a coincidence.... kal Modi ji ke aangan mein मोर naachte dekha...aaj mere aangan mein..... jungle se ikk मोरनी chali aye ..... video bhi nehi le paaya .... ud gai .... hum intzaar karein ge ........ pic.twitter.com/6EfaXbKrfu