হোম /খবর /বিনোদন /
মেয়ে বলে মিস্ত্রিরাও গুরুত্ব দেয়নি, পিতৃতন্ত্রের পর্দা ফাঁস করলেন পরিণীতি

মেয়ে বলে মিস্ত্রিরাও গুরুত্ব দেয়নি, কথা বলতে চায়নি ভালো করে; পিতৃতন্ত্রের পর্দা ফাঁস করলেন পরিণীতি

মেয়ে বলে মিস্ত্রিরাও গুরুত্ব দেয়নি, কথা বলতে চায়নি ভালো করে; পিতৃতন্ত্রের পর্দা ফাঁস করলেন পরিণীতি!

মেয়ে বলে মিস্ত্রিরাও গুরুত্ব দেয়নি, কথা বলতে চায়নি ভালো করে; পিতৃতন্ত্রের পর্দা ফাঁস করলেন পরিণীতি!

মেয়ে হয়ে জন্ম নেওয়ার জন্য বাস্তব জীবনে এখনও তাঁকে লড়াই করতে হয়, সম্প্রতি নায়িকা সেই গল্প শোনালেন

  • Share this:

#মুম্বই: বিশ্বায়নের যুগে স্যাটেলাইটের একটা বোতাম টিপে মানুষ যখন মহাকাশে পাড়ি দিচ্ছে, তখনও সমাজের পিতৃতান্ত্রিক ভাবধারা বদলায়নি! আর সে কথাই আরও একবার মনে করিয়ে দিলেন সন্দীপ অউর পিঙ্কি ফরার (Sandeep Aur Pinky Faraar) সিনেমার অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। মেয়ে হয়ে জন্ম নেওয়ার জন্য বাস্তব জীবনে এখনও তাঁকে লড়াই করতে হয়, সম্প্রতি নায়িকা সেই গল্প শোনালেন। তিনি বলেন, "মানুষ এখনও পিতৃতন্ত্র ভুলতে পারছে না। ভারতের মহিলারা প্রতি দিন এর মুখোমুখি হন। এমনকি আমি যখন, আমার বাড়ি সংস্কারের কথা ভাবি, তখন আমি ঠিকাদারদের ডাকি, সেই সময় তারা আমার সঙ্গে সঠিকভাবে কথা বলতে চায়নি কারণ, আমি একজন মহিলা। তারা জিজ্ঞাসা করে, যে বাড়িতে অন্য কারও সঙ্গে কথা বলা যাবে কি না। আমি বলি, না, আমি এই বাড়িটি কিনেছি, আমি টাকা খরচা করেছি। এটি আমার, তাই আমি সিদ্ধান্ত নেব। আমি তাদের এই কথা বলতেই তারা আমার সঙ্গে ভালো করে কথা বলতে পর্যন্ত অস্বীকার করে।"

দিবাকর বন্দ্যোপাধ্যায়ের (Dibakar Banerjee) ‘ছবি সন্দীপ অউর পিঙ্কি ফরার’ থেকে তাঁর একটি প্রিয় দৃশ্য এই প্রসঙ্গে তুলে ধরেছেন তিনি। “আমার পছন্দের দৃশ্যটি হল পরাঠা আচার-এর দৃশ্য, যেখানে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, অন্য দিকে সমস্ত পুরুষ বসে আছেন। নীনা গুপ্তার চরিত্রটিও দাঁড়িয়ে আছেন। তিনি পুরুষতন্ত্রের প্রতি এতটাই অভ্যস্ত যে তিনি কখনই অর্জুনকে আচারটি পাস করতে বলবেন না, তবে তিনি পরিণীতিকে জিজ্ঞাসা করবেন কেন সে বসে আছে!

ইশকজাদের (Ishaqzaade) পর ফের অভিনেতা অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে জুটি হিসেবে দেখা দিয়েছেন পরিণীতি চোপড়া। ছবিতে পরিণীতি, অর্জুন ছাড়াও জয়দীপ আহলওয়াত (Jaideep Ahlawat), নীনা গুপ্তা (Neena Gupta) ও রঘুবীর যাদব (Raghubir Yadav) রয়েছেন। প্রসঙ্গত, শেষবার দ্য গার্ল অন দ্য ট্রেন (The Girl On The Train) সিনেমায় দেখা গিয়েছিল পরিণীতিকে। ২৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল পরিণীতি অভিনীত দ্য গার্ল অন দ্য ট্রেন। তবে সে ভাবে ছাপ ফেলতে পারেনি ছবিটি। ২০১৫ সালে প্রকাশিত পওলা হকিন্সের (Paula Hawkins) বিখ্যাত উপন্যাস দ্য গার্ল অন দ্য ট্রেন অবলম্বনে তৈরি এই ছবির পরিচালনা করেছেন ঋভু দাশগুপ্ত (Ribhu Dasgupta)।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Parineeti Chopra