Home /News /entertainment /
এ বার কমেডি ছবি ‘বচ্চন পাণ্ডে’তে জুটি বাঁধতে চলেছেন পঙ্কজ ত্রিপাঠী ও অক্ষয় কুমার

এ বার কমেডি ছবি ‘বচ্চন পাণ্ডে’তে জুটি বাঁধতে চলেছেন পঙ্কজ ত্রিপাঠী ও অক্ষয় কুমার

‘মির্জাপুর’ অভিনেতার সঙ্গে খিলাড়ির এটাই প্রথম কাজ। তাই অক্ষয়-পঙ্কজ জুটি কতটা জমিয়ে ব্যাট করতে পারে, তা দেখার অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ‘মির্জাপুর’-এর সেই ঠান্ডা মাথার ডন, কালিম ভাই’কে এ বার দেখা যাবে কমিডি ছবিতে । হ্যাঁ ঠিকই ধরেছেন । এ বার সাজিদ নদিয়াওয়ালার ছবিতে দেখা পাওয়া যাবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর। এ দিন সাজিদের  ‘বচ্চন পাণ্ডে’ ছবির শেষ কাস্টিং প্রকাশ্যে আসার পরেই এই খবর জানা গিয়েছে। ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে পঙ্কজ ত্রিপাঠীর সেই বরফ শীতল চাহনি, কুল মস্তিষ্ক আর নিষ্ঠুরতার চরম নির্দশন কে-ই বা ভুলতে পেরেছে? তাঁর অভিনয়ও দারুণ প্রশংসা কুড়িয়েছেন দর্শকের থেকে। ‘মির্জাপুর’-এর চরম সাফল্যের পর এ বার তাঁকে কমিডি চরিত্রে কেমন মানায় তা দেখার অপেক্ষায় পঙ্কজ-ভক্তরা ।

বচ্চন পান্ডের মতো কমেডি ফিল্মে পঙ্কজ যে একেবারে যোগ্য পাত্র সে কথা জানিয়েছেন খোদ পরিচালক ফরহাদ সামজি। অন্য দিকে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় রয়েছেন অক্ষয় কুমার এবং কৃতি শ্যানন। এর আগেও ‘লুকাচুপি’-তে কৃতি এবং পঙ্কজ একসঙ্গে কাজ করেছেন। তবে ‘মির্জাপুর’ অভিনেতার সঙ্গে খিলাড়ির এটাই প্রথম কাজ। তাই অক্ষয়-পঙ্কজ জুটি কতটা জমিয়ে ব্যাট করতে পারে, তা দেখার অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা ।

আগামী বছর ৬ জানুয়ারি থেকে ছবির শ্যুটিং শুরু হবে। এই ছবির সঙ্গে যুক্ত অনেকেই জানাচ্ছেন, কৃতি ও পঙ্কজ ‘লুকাচুপি’তে এর আগেও কাজ করেছে। অক্ষয় প্রথমবারের মতো পঙ্কজের সঙ্গে জুটি বাঁধবেন। উভয়েই কমিক চরিত্রের জন্য খুবই জনপ্রিয়। তাঁরা দু’জনেই যেভাবে বড় পর্দায় নিজেদের চরিত্র গুলিকে সৃজনশীল করে তোলেন তা চিরকাল দর্শকের মনে দাগ কেটেছে। তাই এই ছবি কেমন হয় তা দেখতে সকলেই মুখিয়ে রয়েছেন ।

সূত্রের খবর, সাজিদ নদিয়াওয়ালা এবং ফরহাদ সামজির পরিচালিত এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পঙ্কজ ত্রিপাঠিকে নেওয়া হয়েছে যা ছবিটিকে আরও বেশি রসসমৃদ্ধ করে তুলবে। এই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং আরশদ ওয়ারসিকেও দেখা যাবে সহযোগী অভিনেতার চরিত্রে ।

‘বচ্চন পান্ডে’ হল ২০১৪ সালে তামিল ছবি ‘বীরম’-এর হিন্দি রিমেক। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন অজিত কুমার এবং তামান্না। ছবিতে অক্ষয় গ্যাংস্টার চরিত্রে অভিনয় করছেন অন্যদিকে কৃতি সাংবাদিকের চরিত্রে।

‘মির্জাপুর’ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী এর আগে বড়পর্দায় ‘লুকাচুপি’, ‘সুপার ৩০’ এবং ’৮৩’-এ কাজ করেছেন। সামনের বছরই রিলিজ করবে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ‘৮৩’। এ ছাড়াও অ্যামাজন প্রাইমে মির্জাপুর ওয়েব সিরিজে কাজ করে তিনি সকলের মন জয় করে নিয়েছেন।

Published by:Somosree Das
First published:

Tags: Akshay Kumar, Pankaj Tripathi