#মুম্বই: এখন ডিজিটালের যুগ! সোশ্যাল মিডিয়ার রমরমা... আর এর সৎব্যবহার করছেন তারকারা! এখন আর সেলিব্রিটেদের আপডেট পেতে সপ্তাহান্তে বিনোদনের ম্যাগাজিন বা টিভিতে এনটারটেইনমেন্ট শোয়ের অপেক্ষা করতে হয় না! প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সবরকম আপডেট দিতে থাকেন সেলেবরা! ভিড় জমান নেটিজেনরা! প্রিয় তারকার ছবি বা ভিডিও লাইক-শেয়ার করতে উঠেপড়ে লাগেন ফ্যানকূল! দেখতে দেখতে তা ভাইরাল! এই যেমন এই মুহূর্তে নেট দুনিয়া কাঁপিয়ে-দাপিয়ে বেড়াচ্ছে বলি অভিনেত্রী নোরা ফতেহির স্নানের একটি ভিডিও!
সেখানে দেখা যাচ্ছে নায়িকা বাথটাবের মধ্যে নেমে পড়েছেন । পরণে শুধুই একটা তোয়ালে । হ্যান্ড শাওয়ার নিয়ে স্নান করছেন তিনি । স্নান করতে করতে নেমে ভিডিও করলেন তিনি । সেই ভিডিও শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায় ।
View this post on Instagram
নোরাকে নিযে ভক্তদের মধ্যে উন্মাদনা সবসময়ই তুঙ্গে থাকে । তাঁর মারকাটারি ফিগার, নজরকাড়া ডান্স স্টেপ দেখে মুগ্ধ হয়নি এমন ভক্ত খুঁজে পাওয়াই মুশকিল । তাই নোরা লোকসমক্ষে এলেই তাঁকে নিযে হৈ চৈ পড়ে যায় । সেই সঙ্গে নিজের লাস্যে সকলকে মুদ্ধ করার ক্ষমতাও রাখেন নোরা ফতেহি ।