Home /News /entertainment /
Nora Fatehi: গরম দিনে আগুন নাচের ঝলকানি, ভাইরাল নোরা ফতেহির কাণ্ড!

Nora Fatehi: গরম দিনে আগুন নাচের ঝলকানি, ভাইরাল নোরা ফতেহির কাণ্ড!

নোরা ফতেহি।

নোরা ফতেহি।

নোরা ফতেহির (Nora Fatehi) কাছ থেকে অনেক সেলেবই নাচ শিখতে চান বলে গুঞ্জনও শোনা গিয়েছে।

 • Share this:

  #মুম্বই: তাঁর নাচের জাদুতে মাত গোটা বলিউড। নোরা ফতেহির (Nora Fatehi) কাছ থেকে অনেক সেলেবই নাচ শিখতে চান বলে গুঞ্জনও শোনা গিয়েছে। বলিউডের একাধিক ছবিতে তাঁর নাচের ঝলক দেখেছেন দর্শক। নোরা ফতেহির বেলি ডান্সের ভক্ত আট থেকে আশি সকলেই। তবে সোশ্যাল মিডিয়াতেও নিজের নানা সময়ের ভিডিও শেয়ার করেন নোরা। বিশেষ করে তাঁর পোস্টে রয়েছে নাচের ভিডিও।

  বুধবার ফের একবার ২৯ বছরের অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে ড্রেকের গাওয়া 'ওয়ান ডান্স' গানে নেচে একটি ভিডিও শেয়ার করেছেন। আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষে ভাইরাল হয়েছে। পিংক ব্র্যালেট ও ডেনিম শর্টসে দেখাচ্ছিলও দারুণ নোরাকে। এই নাচের ভিডিও পোস্ট করে নোরা ক্যাপশনে লিখেছেন, 'গরমকালের ভাইবস'। অর্থাৎ, গরমের দিনে এমন উষ্ণতা ছড়ানো নাচের তালেই নিজেকে ব্যস্ত রাখছেন নায়িকা।

  View this post on Instagram

  A post shared by Nora Fatehi (@norafatehi)

  তবে নাচের ভিডিওর পাশাপাশি মজার ভিডিও পোস্ট করতেও পছন্দ করেন নোরা। মাঝে মাঝেই নানা ধরনের মজার ভিডিও পোস্ট করেন ফ্যানেদের জন্য। কয়েকদিন আগেই 'নিজেকে বিকিনিকে দেখানো'-র একটি ভিডিও শেয়ার করেছিলেন নোরা। সেখানে নিজের শরীরের চেয়ে বড় সাইজের পোশাক পরে তার উপর বিকিনি পরে তাক লাগিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ফ্যানেরা প্রশংসা করেছিল নোরার এমন মজার কাণ্ড দেখে।

  View this post on Instagram

  A post shared by Nora Fatehi (@norafatehi)

  View this post on Instagram

  A post shared by Nora Fatehi (@norafatehi)

  View this post on Instagram

  A post shared by Nora Fatehi (@norafatehi)

  কাজের দিক থেকে নোরাকে শেষ দেখা গিয়েছে 'স্ট্রিট ডান্সার ৩ডি' ছবিতে। এর পর তাঁর হাতে দুটি ছবি রয়েছে। পাইপলাইনে রয়েছে 'ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া' এবং 'সত্যমেব জয়তে ২'।

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Nora Fatehi, Viral

  পরবর্তী খবর