#মুম্বই: বলিউড স্টার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে ১ সপ্তাহ৷ কেন তিনি এভাবে নিজেকে শেষ করলেন, সেই প্রশ্নের উত্তর মিলল না এখনও৷ উল্টে বলিউডে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ির পালা৷ সামনে বেড়িয়ে পড়ছে বলিউডের অন্ধকার দিকটা৷ অনেক অবিশ্বাস তৈরি হচ্ছে৷ কিন্তু যার মৃত্যুকে কেন্দ্র করে এত কিছু, সেই মৃত্যুর কারণ জানা যায়নি৷ সুশান্তকে খুন করা হয়েছে এই মর্মে মোট ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বিহারে৷ ইতিমধ্যে মুম্বই পুলিশ ১৫ জনের বয়ান রেকর্ড করেছে, যার মধ্যে রয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বক্তব্যও৷ পুলিশ কথা বলেছে সুশান্তের বাড়িতে যারা কাজে নিযুক্ত ছিলেন, তাদের সঙ্গে৷ যশ রাজ ফিল্মের সঙ্গে যে চুক্তি সই করেছিলেন অভিনেতা, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ এই সব কিছু খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে পুলিশ, এমনই জানানো হয়েছে৷
মাত্র ৩৪ বছর বয়েছে বান্দ্রার বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত৷ তাঁর শেষকৃত্য হয়ে গিয়েছে৷ গঙ্গায় অস্তি বিসর্জন করেছে পরিবার৷ ছেলের অস্তি বিসর্জন দিয়েছেন তাঁর বাবা কে কে সিং৷ সঙ্গে ছিলেন সুশান্তের বোন৷
সুশান্তের উদ্দেশ্য খুব সুন্দর লিখছেন ইরফান খানের স্ত্রী সুতপা৷ তিনি লিখেছেন, 'সোশ্যাল মিডিয়ার লেখা দেখে মানুষের মন বোঝা যায় না৷ কেন এমন হল, কোনও দিনও জানাব না৷ অন্তত একজন আবেগপূর্ণ মানুষেকে নিয়ে কাঁটাছেড়া বন্ধ হোক৷ খুবই বড় ক্ষতি, কারণ বলিউডে এমন মানুষ কম পাওয়া যায়, যিনি কোয়ান্টাম ফিজিক্স, কবিতা, অরগ্যানিক ফার্মিং, জ্যোর্তিবিজ্ঞান, যোগা, আধ্যাত্মিকতার ওপর নজর রাখেন৷ তাই সুশান্ত সত্যিই স্পেশাল৷ তুমি সত্যিই তারার কাছে পৌঁছে যাও, কাছ থেকে উপলব্ধি করো তারাদের উপস্থিতি! তোমার প্রথমদিনের সাক্ষাৎকারের পর থেকে আজ, সবসময় তুমি আমার কাছেও বিশেষ জায়গায় থাকবে'৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput