#মুম্বই: বলিউডে তাঁর অভিষেক ২০০৫ সালে৷ অভিষেকেই সাড়া জাগিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। একের পর এক ছবিতে তাঁর অভিনয় দর্শক থেকে সমালোচক সকলের মন ছুঁয়ে গিয়েছিল। ইয়াহাঁ (Yahaan) ছবিতে যে মেয়ে সামাজিক শৃঙখল ভেঙে ফেলার লড়াইয়ে মজেছিলেন, এবার সেই মেয়ের গলায় ঝরে পড়ল অভিমান। হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড (Honeymoon Travells Private Limited), শৌর্য (Shaurya), কিডন্যাপ (Kidnap), বচনা অ্যায় হাসিনো ( Bachna Aye Haseeno)-খ্যাত অভিনেত্রী মিনিশা লাম্বা (Minisha Lamba)-র গলায় শোনা গেল অভিমানের সুর। 'টাইমস নাও ডিজিটালকে' দেওয়া একটি সাক্ষাৎকারে সে কথাই শোনালেন গ্ল্যামার জগৎ থেকে প্রায় হারিয়ে যাওয়া এই অভিনেত্রী।
View this post on Instagram
View this post on Instagram
'আমার জন্য কেউ চেষ্টা করেনি। প্রত্যেকে আমাকে বলেছে যে তারা ব্যস্ত। বলিউডে আমাকে অনেকে কেবলমাত্র আর্টহাউস ছবির অভিনেত্রী হিসাবে দেখেছিল। তারা কেউই আমার জন্য কোনও রকম চেষ্টা করতে চায়নি। তারা নিজেদের প্রয়োজনীয় সময়, ইচ্ছে এবং রসদ আমার পেছনে খরচ করতে আগ্রহী হয়নি।' একটানা বলে চলেন মিনিশা। বলিউডে নিজের সংগ্রামের দিনগুলো বলতে গিয়ে তিনি বলেন, 'আমার যেটুকু করার আমি নিজের চেষ্টায় করেছি। কেউ আমার জন্য কোনও রকম চেষ্টা করেননি। বলিউডে যাঁরা আমাকে কাজ দিয়েছেন, হয় তাঁদের আমি ফোন করেছি নাহলে তাঁরা আমাকে ফোন করেছেন। আমি একদিন যশরাজ-এর প্রযোজনা সংস্থা থেকে ফোন পাই। আমি তাদের সঙ্গে যে কাজটা করেছিলাম, সেটা নিজের সর্বোচ্চ দিয়ে করি। কারণ এক্ষেত্রে ওঁরা নিজেরা আমাকে ফোন করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন পেছনে ফিরে তাকাই, নিজের সংগ্রামের দিনগুলো দেখতে চমৎকার লাগে তখন।'
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁর মডেল-জীবনের কথাও। মিনিশা কেরিয়ার শুরু করেছিলেন একজন মডেল হিসাবেই। অভিনয় ছিল তাঁর দ্বিতীয় চয়েস। সে কথা বলতে গিয়ে, মিনিশা বলেন, 'প্রথমদিকে আমি নিজের ভাগ্যকে ধন্যবাদ জানিয়েছিলাম। আমি নিজের মডেলিং নিয়ে খুশি ছিলাম আর ঠিক তখনই পরিচালক সুজিত সরকার (Shoojit Sircar) আমাকে নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। উনি আমার মধ্যে নিজের ছবি ইয়াহাঁ-র আদাকে খুঁজে পেয়েছিলেন৷ প্রায় ছ' মাস ধরে আমাকে বোঝানোর পর, আমি অভিনয় করতে রাজি হই।' তাঁর প্রথম ছবি বক্স অফিসে সে ভাবে চলেনি। এদিন কথা প্রসঙ্গে সে কথাও বলেছেন মিনিশা। 'আমরা যতটা আশা করেছিলাম, ইয়াহাঁ হলে ততটা চলেনি। তার একটা বড় কারণ অবশ্য বন্যা। বন্যার জন্য অনেক সিনেমাহল ভেসে গিয়েছিল সে সময়। অনেক হল বন্ধ করে দিতে হয়।' কিন্তু এর পরে পুরোটাই অন্ধকার। মিনিশার গলায় ঝরে পড়ে হতাশা!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood