#মুম্বই: পোস্টার থেকে ছবির ট্রেলর, চমকে ঠাসা ছিল সবটাই৷ এবার একের পর এক ছবির গানেই সেই সিগনেচার স্টাইল বজায় রাখলেন রাজকুমার হিরানি৷ তিনি পর্দায় ম্যাজিক করতে পারেন৷ আগের ছবিগুলোই তার প্রমাণ দিয়েছে৷ এবার সঞ্জুর পালা৷ শুধু যে রণবীরই অবিকল সঞ্জয় দত্ত হয়েছে উঠেছেন তা নয়, আশেপাশের চরিত্রগুলোর সঙ্গে বাস্তবের হুবহু মিল ধরা পড়েছে৷
আরও পড়ুন নায়িকার নাচ দেখুন, চোখ ফেরাতে পারবেন না
এবার সামনে এল 'কর হর ময়দান ফতেহ' গানটি৷ জীবনে সংঘর্ষ ও তার থেকে ঘুরে দাঁড়ানোর গল্পই বলা হয়েছে এই গানে৷ দুই নামি তারকার সন্তান, নিজেও অভিনেতা সঞ্জয়ের জীবন বৈচিত্রে ঠাসা৷ এই গান সেই গল্পই বলা হয়েছে৷ মারাত্মক নেশা থেকে মুক্তির পথে কী কী করতে হয়েছে সঞ্জয় দত্তকে, পাওয়া যাবে সেই উত্তর৷ এই গানে আরও দেখা পাওয়া যাবে সঞ্জয়ের জীবনে সুনীল ও নার্গিসের প্রভাব৷ তবে সঞ্জয়কে পুরোপুরি জানতে অপেক্ষা ছবি মুক্তি পর্যন্ত৷
দেখে নিন সেই গান...