• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • পার্কে জগিং করতে গিয়ে ইভটিজিংয়ের মুখে পড়লেন নেহা ধুপিয়া !

পার্কে জগিং করতে গিয়ে ইভটিজিংয়ের মুখে পড়লেন নেহা ধুপিয়া !

কিছুদিন ধরে অভিনেত্রী কোয়েনা মিত্র ভুগছেন উটকো ফোনের ঝামেলায় ৷

কিছুদিন ধরে অভিনেত্রী কোয়েনা মিত্র ভুগছেন উটকো ফোনের ঝামেলায় ৷

কিছুদিন ধরে অভিনেত্রী কোয়েনা মিত্র ভুগছেন উটকো ফোনের ঝামেলায় ৷

 • Share this:

  #মুম্বই: কিছুদিন ধরে অভিনেত্রী কোয়েনা মিত্র ভুগছেন উটকো ফোনের ঝামেলায় ৷ আর এবার ফোনে নয়, বরং সামনা সামনি ইভটিজিংয়ের মুখে পড়লেন নেহা ধুপিয়া ৷ সম্প্রতি সকালবেলা জগিং করতে গিয়ে হঠাৎই পড়লেন বিপাকে ৷ তা ঠিক কী ঘটেছিল নেহা ধুপিয়ার সঙ্গে !

  নেহা ধুপিয়া এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘সকালবেলা জগিং করতে গিয়েছিলাম ৷ সেখানে হঠাৎই একটা ছেলে আমার পিছু নিতে শুরু করল৷ নানা ভাবে আমাকে বিরক্ত করতে শুরু করল ৷ প্রথমটায় একটু ঘাবড়েই গিয়েছিলাম আমি ৷ পরে নিজেকে শান্ত করলাম ৷ রুখে দাঁড়ালাম ৷ ছেলেটা এসে আমার হাত ধরে নিল ৷ আর বলল, আমি রোডিজে চান্স পেতে চাই ৷ প্লিজ হেল্প করুন ! ’

  First published: