#মুম্বই: এক মাস হয়ে গেল ঋষি কাপুর নেই। বলিউডের এই নক্ষত্রের খসে যাওয়ায় শোকাহত গোটা ইন্ডাস্ট্রি। এপ্রিলের ৩০ তারিখে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৭। আজ তাঁর মৃত্যুর এক মাস হয়। আজই ফের আবেগপ্রবণ পোস্ট করেন নীতু কাপুর। ঋষি কাপুর ও নীতু কাপুরের প্রেম কাহিনী বলিউডের সেরা ভালবাসার গল্পের একটি। নীতু বলেছেন, " ঋষি কখনও তাঁকে ছাড়া অন্য কাউকে ভালবাসেননি।"
ঋষির এভাবে চলে যাওয়ায় শোকাহত নীতু। ক্যানসারের সঙ্গে লড়ছিলেন ঋষি। তবে শেষ জয় হল না। নীতু তাঁর ইনস্টাগ্রামে ঋষির জন্য লিখলেন, " আমি এগিয়ে চলেছি মুখে হাসি নিয়ে, চোখে জল নিয়ে নয়। তোমাকে হৃদয়ে নিয়েই, তোমার হাসিকে পাথেয় করেই বাকি জীবনটা আমাকে এগোতে হবে।" ছবিতে নীল রঙের শার্ট পরেছেন দু'জনেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Neetu kapoor, Rishi Kapoor