#মুম্বই: তেনু ওয়েডস মেনু ছবিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু সেই ছবির প্রস্তাব নাকি এসেছিল প্রথমে অভিনেত্রী নীতু চন্দ্রর কাছে। কিন্তু ছবিতে কাজ পেয়েও কিছু দিনের মধ্যেই বাদ পড়েছিলেন নীতু। সেই জায়গায় অভিনয় করেছিলেন কঙ্গনা। সম্প্রতি এমনই দাবি করেছেন নীতু চন্দ্র।
সাক্ষাৎকারে নীতু জানান, তাঁর সঙ্গে এরকম একাধিকবার হয়েছে। এটা তাঁর স্ট্রাগলের অংশ। নীতু এরপরে তেনু ওয়েডস মেনু-র নায়ক আর মাধবনের প্রসঙ্গও টেনে আনেন। মাধবনই নাকি সেই সময়ে ওই ছবির জন্য কঙ্গনাকে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন।
নীতু বলছেন, "আমি মাধবনের কথা বলছি। উনিই বলেছিলেন, 'তেনু ওয়েডস মেনুর জন্য অন্য এক অভিনেত্রীকে নেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু আমি কঙ্গনাকে ছবিতে নেওয়ার পরামর্শ দিই।' সেই অভিনেত্রীটিই ছিলাম আমি যে ওই ছবিতে সই করেছিলাম।"
নীতু আরও বলছেন, "এইগুলি আমার সঙ্গে হতেই থাকে। অতীতে ৬টি ছবি থেকে আমি বাদ পড়েছিলাম। কেউ আমার ফোন ধরত না বা ফোন করত না। কিন্তু যাত্রাপথ এরকমই। এভাবেই আমি শিখেছি বিষয়গুলি।"
কিন্তু কারও প্রতি কোনও বিষয়ে তাঁর ক্ষোভ নেই। বরং সমস্তটাই ভাগ্যের উপরেই চাপান। এমনই জানান নীতু। তাঁর কথায়, তিনি এমন কোনও ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি যেখান থেকে তিনি নিজের হয়ে আওয়াজ তুলতে পারবেন। তবে তেনু ওয়েডস মেনু হাতছাড়া হওয়ার জন্য একটু দুঃখও রয়েছে তাঁর। কারণ তিনি মনে করেন এই ছবির জন্যই প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে জায়গা করে নেন কঙ্গনা।
প্রসঙ্গত, নীতু চন্দ্র ওয়ে লাকি লাকি ওয়ে, ট্রাফিক সিগনাল সহ আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন।