ARUNIMA DEY
#মুম্বই: এনসিবি-র অফিসাররা দু ঘন্টা তল্লাশি চালানোর পর আটক করল সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। শুক্রবার সকালে স্যামুয়েলের বাড়িতে হানা দেয় এনসিবির দল। মাদক চক্রে নাম উঠে এসেছে তার। শৌভিক চক্রবর্তীর হাত ধরেই মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার যোগাযোগ হয়, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে রিয়া ও শৌভিক চক্রবর্তীর বাড়িতেও রেড চালাচ্ছে এনসিবি। কে পি মালহোত্রার নেতৃত্বে চলছে এই তল্লাশি।
সুশান্ত মৃত্যুর তদন্তে নেমে মাদক যোগ পাওয়ার পরই তদন্তে যুক্ত হয় এনসিবি৷ রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলাও করেছে তারা৷ ইতিমধ্যে রিয়ার ভাই শৌভিকের পরিচিত কয়েকজন মাদক কারবারীকে গ্রেফতারও করেছে এনসিবি৷ তদন্তকারী এক অফিসার অবশ্য দাবি করেছেন, তদন্তের নিয়ম মেনেই এই অভিযান চালানো হয়েছে৷ এনসিবি তদন্তকারীরা বিষয়টি লঘু করে দেখাতে চাইলেও এনসিবি হানার কথা চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷
সূত্রের খবর, সুশান্ত মৃত্যু মামলার তদন্তে নামার পর গত কয়েকদিনে যে কয়েকজন মাদক কারবারীকে এনসিবি গ্রেফতার করেছে, তাদের জেরা করে রিয়ার ভাই শৌভিকের নাম উঠে এসেছে৷ সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িত কিছু পাওয়া যায় কিনা, সেই লক্ষ্যেই এ দিন অভিযান চালানো হয় বলে খবর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: NCB, Rhea Chakraborty, Samuel Miranda, Sushant singh Rajput