#মুম্বই: ছিঃ ছিঃ! কতটা দায়িত্বজ্ঞান শূন্য হলে মানুষ এমনটা করতে পারে! যেখানে দেশের এমন বিপদ, এমন বিভীষিকাময় পরিস্থিতি, কাতারে কাতারে মানুষ মরছে, স্বাস্থ্য পরিকাঠামো ব্যর্থ হয়ে যাচ্ছে, সেখানে গায়ে হাওয়া লাগিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন তারকারা । দেশের মানুষ না খেতে পেয়ে মরছেন, আর জলের মতো টাকা ব্যয় করছেন তারকারা । নূন্যতম চক্ষুলজ্জাও নেই ।
প্রকাশ্যেই বলিউড তারকাদের তুলোধনা করলেন সেক্রেড গেমস (Sacred Games)-খ্যাত নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) । সম্প্রতি একটি সাক্ষাৎকারে তারকাদের মালদ্বীপে ছুটি কাটানোর প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে নওয়াজ বলেন, ‘‘দেশের মানুষের কাছে খাবার খাওয়ার টাকা পর্যন্ত নেই । আর আপনি পয়সা ওড়াচ্ছেন । একটু তো লজ্জা পান এ বার ।’’
এখানেই শেষ নয়, তারকাদের অভিনয় যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে নওয়াজ বলেন, ‘‘আর কী নিয়েই বা এরা কথা বলবে? অভিনয়? সেটা করতে গেলে তো দু’মিনিটে তাঁদের হাওয়া বেরিয়ে যাবে । এই সব তারকারা মালদ্বীপকে নিয়ে যেন তামাশা করছে । আমি ঠিক জানি না, কোনও ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে এদের বোঝাপড়া আছে কিনা । তবে মানবতার খাতিরে, আপনার ছুটি কাটানো নিজের কাছেই রাখুন । দেশের মানুষ ভুগছে, কাতরাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে । দয়া করে তাঁদের কষ্টকে নিয়ে মশকরা করবেন না ।’’
প্রসঙ্গত বিগত কয়েক মাস ধরেই তারকাদের একের পর এক মালদ্বীপে ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । তারকারা দৈনন্দিন ঘোরার জায়গা বানিয়ে ফেলেছেন মালদ্বীপকে । অনেকে তো আবার এক মাসের মধ্যে একাধিকবার সেখানে যাতায়াত করছেন । শ্রদ্ধা কাপুর থেকে জাহ্নবী কাপুর, মাধুরী দীক্ষিত থেকে রণবীর-আলিয়া, দিশা পাটানি, সারা আলি খান, অনন্যা পান্ডে কেউ আর বাদ নেই সেখানে যেতে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maldives, Nawazuddin Siddiqui