corona virus btn
corona virus btn
Loading

প্রাক্তন প্রেমিকাদের অভিযোগ, আত্মজীবনী ফেরালেন নওয়াজ !

প্রাক্তন প্রেমিকাদের অভিযোগ, আত্মজীবনী ফেরালেন নওয়াজ !

মন খুলে একখান আত্মজীবনী লিখেছিলেন৷ আর সেই মনখোলাতেই শুরু হল ঝামেলা ৷

  • Share this:

#মুম্বই: মন খুলে একখান আত্মজীবনী লিখেছিলেন৷ আর সেই মনখোলাতেই শুরু হল ঝামেলা ৷ প্রাক্তন প্রেমিকারা সোজা অভিযোগ করলেন মহিলা কমিশনে ৷ উপায় না দেখে নিজের আত্মজীবনী ফিরিয়ে নিলেন নওয়াজউদ্দিন সিদিক্কি !

nawaz

সিনেমার পর্দায় যখন আসেন, তখন অভিনয় ছাড়া আর কোনও কিছুর দিকেই যেন তাকান না নওয়াজ ৷ আর তার জন্যেই বলিউডের এক নম্বর হিরোদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে যাচ্ছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি ৷ তবে এই ভদ্র, সভ্য, মানুষটির জীবনেও যে রয়েছে বলিউডি মশালা, তা কী কেই জানত ? তারই টের পাওয়া গেল নওয়াজের আত্মজীবনীতে ৷

সম্প্রতি প্রকাশ্যে এসেছিল নওয়াজুদ্দিন সিদিক্কি-র আত্মজীবনী ‘আ অর্ডিনারি লাইফ’ ৷ আর এই আত্মজীবনীতেই এক সাধারণ মানুষের অসাধারণ গল্প উঠে এল সামনে ৷ আর শুধু অসাধারণ নয়, বরং একের পর চমক রয়েছে নওয়াজের জীবন গল্পে ৷

নওয়াজ তাঁর আত্মজীবনীতে ফাঁস করলেন অভিনেত্রী নীহারিকা সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন তিনি ৷ আত্মজীবনীতে সোজাসুজিই নওয়াজ জানিয়েছেন, নীহারিকার বাড়িতে পৌঁছে সঙ্গমে লিপ্ত হওয়ার ঘটনা ৷ সঙ্গে জানিয়েছেন, প্রথম প্রেমে আঘাত পেয়ে কীভাবে আত্মহত্যার চেষ্টাও তিনি করেছিলেন ৷

নওয়াজের লাইফে যে অন্য মশালাও আছে, তা কিন্তু একেবারে গোপন রাখেননি নওয়াজ ৷ একের পর এক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার ঘটনাও ফাঁস করেছেন নওয়াজ ৷ এমনকী, আত্মজীবনীতে নওয়াজ লিখেছেন নিউইয়র্কের এক হোটেলের ওয়েটারের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন তিনি ৷ প্রেমে পড়েছিলেন এক জিউস মহিলারও ৷ তবে আজ নওয়াজের জীবন পাল্টেছে ৷ বিয়ে করেছেন অঞ্জলির সঙ্গে ৷ দুই সন্তানের বাবাও নওয়াজুদ্দিন সিদ্দিকি ৷

First published: October 31, 2017, 2:16 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर