• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মা-সন্তানের সম্পর্কের গল্প, মুক্তি পেল বিদ্যা বালনের প্রথম শর্ট ফিল্ম 'নটখট'

মা-সন্তানের সম্পর্কের গল্প, মুক্তি পেল বিদ্যা বালনের প্রথম শর্ট ফিল্ম 'নটখট'

ছবির পরতে পরতে ফুটে উঠেছে মা ও সন্তানের সম্পর্কের গল্প

ছবির পরতে পরতে ফুটে উঠেছে মা ও সন্তানের সম্পর্কের গল্প

ছবির পরতে পরতে ফুটে উঠেছে মা ও সন্তানের সম্পর্কের গল্প

 • Share this:

  #মুম্বই: সোমবার থেকে দেশের নানা প্রান্তে Unlock 1.0 শুরু হলেও, করোনা সংক্রমণ এড়াতে বাড়িতে থাকছেন অনেকেই। আর গৃহবন্দি অবস্থায় সিনেমা দেখার চেয়ে ভাল বিকল্প খুব কমই আছে! যদি নতুন ভাল সিনেমার খোঁজ করেন, তবে আপনার জন্য রয়েছে বিদ্যা বালনের নয়া ছবি 'নটখট'!

  পূর্ণদৈর্ঘের নয়, ৩৩ মিনিটের শর্ট ফিল্ম ' 'নটখট'-এর পরতে পরতে ফুটে উঠেছে মা ও সন্তানের সম্পর্কের গল্প। মঙ্গলবার মুম্বই চলচ্চিত্র উৎসব 'We Are One: A Global Film Festival'- এ বিকেল ৪.৩০-এ প্রিমিয়ার হয় ছবিটির। উচ্ছ্বসিত বিদ্যার ভাষায়, '' এই প্ল্যাটফর্মে ছবিটি দেখাতে পেরে ভীষণ খুশি, উত্তেজিত। ছবিটা আমার কাছে খুবই স্পেশ্যাল, খুব সময়োপযোগী একটা বিষয় তুলে ধরেছে।''

  ছবিটির ফার্স্ট লুক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে বিদ্যা বালন লেখেন, '' একটা গল্প শুনবেন ?''

  এটাই বিদ্যার প্রথম শর্ট ফিল্ম ' , রণি স্ক্রুওয়ালার সঙ্গে সহ-প্রযোজনা করেছেন। 'ডার্টি পিকচার' তারকাকে শেষ পর্দায় দেখা যায় 'মিশন মঙ্গল'-এ। মুক্তির অপেক্ষায় শকুন্তলা দেবীর বায়োপিক। ছবিটি দেকা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
  Published by:Rukmini Mazumder
  First published: