K3G থেকে কাজলের গামলা সিনের রিমেক, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!

K3G থেকে কাজলের গামলা সিনের রিমেক, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!

এটি পোস্ট করে তিনি লেখেন, সরি কাজল, সরি করণ জোহর, এটা করতেই হত। ভিডিওটি পোস্টের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

এটি পোস্ট করে তিনি লেখেন, সরি কাজল, সরি করণ জোহর, এটা করতেই হত। ভিডিওটি পোস্টের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

  • Share this:

#মুম্বই: ৯০-র অন্যতম হিট ছবি কভি খুশি কভি গম (Kabhi Khushi Kabhie Gham)। এই সিনেমার গামলা সিনের কথা মনে আছে? যেখানে কাজল (Kajol) অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাড়ি গিয়ে দু'-দু'বার ফুলদানি ভেঙেছিলেন? এবং দ্বিতীয় বার ফুলদানি ভাঙার পর কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন? সেই সিনেরই এবার রিমেক তৈরি করলেন এক মিউজিক কম্পোজার। কভি খুশি কভি গমের থিম মিউজিক ও কাজলের কান্না ব্যাকগ্রাউন্ডে দিয়ে তৈরি করা এই গান এখন ভাইরাল নেটদুনিয়ায়।

কয়েক মাস আগেই রসোড়ে মে কৌন থা ডায়লগ এ ভাবেই গানের সাহায্যে রিমেক করেন যশরাজ মুখাটে। তাঁর সাড্ডা কুত্তা গানটিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। এবার পালা ময়ূর জুমানির।

তিনি কভি খুশি কভি গমের বিখ্যাত গামলা সিনের রিমেক করেছেন। যেখানে যশবর্ধন রায়চাঁদ অর্থাৎ অমিতাভ বচ্চনের বাড়িতে গিয়েছিলেন কাজল এবং একের পর এক ভুল করছিলেন। তার মধ্যে প্রথমেই একটি ফুল দানি ভাঙার দৃশ্য আছে, তার পর আরেকটি ফুলদানি ভাঙার দৃশ্য আছে। আর দ্বিতীয়টি ভাঙার পরই কাজল কাঁদতে শুরু করেন এবং সেই নিয়েই তৈরি এই ভিডিও।

View this post on Instagram

A post shared by Mayur Jumani (@mayurjumani)

ওই কান্নার মাঝে মাঝেই নানা মিউজিক ঢুকিয়ে ও K3G-র থিম মিউজিক ঢুকিয়ে নতুন গানটি বানিয়েছেন ময়ুর। যাতে দেখা যায় মযুরকেও। এটি পোস্ট করে ময়ুর লেখেন, সরি কাজল, সরি করণ জোহর, এটা করতেই হত। ভিডিওটি পোস্টের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি ২ লক্ষেরও বেশি সময় দেখা হয়েছে। দ্রুত শেয়ার হতে শুরু করে ইনস্টাগ্রাম (Instagram) ও ট্যুইটার (twitter)-এ। অনেকেই সেটিতে কমেন্ট করতে থাকেন। কমেন্ট করেন যশরাজ মুখাটেও। অনেকগুলি ইমোজি দেন তিনি।

একজন লেখেন, এই গানটি পুরনো থিম মিউজিকের থেকে অনেক ভালো। একজন আবার কমেন্ট করেন, এই গান তাড়াতাড়ি ভাইরাল হোক আমি চাই। বহু শেয়ার হয় এটি। বর্তমানে ইনস্টাগ্রাম, ট্যুইটার ছেড়ে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মেসেজিং অ্যাপেও শেয়ার হচ্ছে এটি। অনেকে এই নিয়ে মিমও বানিয়ে ফেলেছেন।

ভিডিওটির কমেন্ট বক্সে একজন লেখেন, ওঁর এটার জন্য অ্যাওয়ার্ড পাওয়া উচিত। এটাই প্রথম নয়, এর আগে তিনি IPL-এর মিউজিক নিয়ে একটি গান তৈরি করেন। সেটিও ভাইরাল হয়।

View this post on Instagram

A post shared by Mayur Jumani (@mayurjumani)

পরে যশরাজ মুখাটের সঙ্গে ময়ূর ২০২০ সালের ম্যাশআপ তৈরি করেন। সেটিও বহু মানুষ পছন্দ করেন।

Published by:Simli Raha
First published: