corona virus btn
corona virus btn
Loading

যানজট এড়াতে মুম্বই মেট্রোতে অক্ষয়, ট্যুইটারে ভিডিও শেয়ার করে কী জানালেন ?

যানজট এড়াতে মুম্বই মেট্রোতে অক্ষয়, ট্যুইটারে ভিডিও শেয়ার করে কী জানালেন ?
Photo Courtesy: Akshay Kumar/Twitter Handle
  • Share this:

#মুম্বই: ঘাটকোপার থেকে ভারসোভা যাচ্ছিলেন ৷ কিন্তু মুম্বইয়ের যানজট যে কতটা ভয়ঙ্কর, তা কারোরই অজানা নয় ৷ বহুক্ষণ গাড়িতে বসে থাকার পর আর ঝুঁকি নেননি অক্ষয় কুমার ৷ দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললেন ৷ যানজট থেকে বাঁচতে বিকল্প উপায় ছিল একটাই ৷ সেটা হল মেট্রো ৷ আর সময় নষ্ট না করে সোজা উঠে পড়লেন মেট্রোয় ৷ অনেক কম সময়েই পৌঁছে গেলেন নিজের গন্তব্যে ৷

সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন অক্ষয় কুমার ৷ গাড়িতে গেলে যেখানে ২ ঘণ্টা লাগত ৷ সেখানে মেট্রো করে যেতে অক্ষয়ের সময় লাগে মাত্র ২০ মিনিট ৷ প্রবল বৃষ্টিতে মুম্বইয়ে যানজট আরও বাড়ে ৷ তাই প্রত্যেককেই মেট্রো রেলে চড়ার পরামর্শ ‘খিলাড়ি’ অক্ষয়ের ৷

আরও দেখুন-

First published: September 19, 2019, 1:43 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर