#মুম্বই: কঙ্গনার উপরে মারাত্মক রেগে গেলেন মুম্বইয়ের অনেক তারকা৷ যার মধ্যে রয়েছেন সোনু সুদ, রীতেশ দেশমুখ, স্বরা ভাস্কর, দিয়া মির্জা, রেণুকা সাহানে৷ এবং রেগে সকলেই দিলেন কঙ্গনার মুখের উপর জবাব৷ তবে কঙ্গনাও থেমে থাকলেন না৷ তিনিও প্রত্তুত্তর করেছেন৷ মুম্বই নাকি পাক অধিকৃত কাশ্মীর! কঙ্গনার এমন বক্তব্যের পর অনেকেই আর নিজের মেজাজ ধরে রাখতে পারেননি৷ সরাসরি এর প্রতিবাদ করেছেন৷ অনেকেই মুম্বইয়ের সঙ্গে জুড়ে তাঁদের স্মৃতির কথা বলেছেন তো অনেকে আবার বলেছেন যে মুম্বই শহরটির গুরুত্বের কথা আবার অনেকে কঙ্গনাকে মনে করিয়ে দিয়েছেন যে এই শহরে থেকেই নিজের পরিচিতি বানিয়েছেন নায়িকা!
এদের মধ্যে সোনু সুদ যেমন বলেছেন যে, মুম্বই শহর ভাগ্য বদলে দেয়, সেলাম করলে সেলাম মিলবে৷ কঙ্গনার উদ্দেশেই তাঁর এমন বক্তব্য৷ সোনু শুধু যে অভিনেতা হিসেবে মুম্বইতে রয়েছেন, তা নয়৷ এই অতিমারির সময় তিনি ভীষণভাবে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে৷ মুম্বইবাসীর কাছ থেকে তিনি পেয়েছেন অসম্ভব ভালবাসা৷
मुंबई .. यह शहर तक़दीरें बदलता है।
सलाम करोगे तो सलामी मिलेगी। 🇮🇳 — sonu sood (@SonuSood) September 3, 2020
অন্যদিকে রেণুকা সাহানে তো রীতিমতো কঙ্গনার টিমকে ট্যাগ করেই রেখেছেন তাঁর কড়া বক্তব্য৷ তিনি বলছেন যে এমন তুলনা অবান্তর এবং মুম্বইকর হিসেবে তিনি মোটেও এটা মানতে পারেন না৷ এটা বলেই তিনি থামেননি৷ বলেছেন যে তিনি কঙ্গনার থেকে আরও ভাল কিছু আশা করেছিলেন৷ যদিও তাঁকে কঙ্গনাও জবাব দিয়েছেন এবং বলেছেন যে, তিনিও রেণুকার সম্বন্ধে যা ভাবতেন সেটা ভুল৷ কারণ রেণুকাও অন্যদের মতোই কথা বলছেন৷
Dear @KanganaTeam I am all for criticizing Govts. But "why Mumbai is feeling like POK" seems to me like a direct comparison between Mumbai & POK. Your comparison was really in bad taste. As a Mumbaikar I did not like it! Maybe it was naive of me to expect any better from you. https://t.co/E9feLKsurv
— Renuka Shahane (@renukash) September 3, 2020
কঙ্গনার কথায় রেগেছেন উর্মিলাও৷ বলছেন, যথেষ্ট হয়েছে৷ মহারাষ্ট্র দেশের সাংস্কৃতিক ও বুদ্ধিজীবীদের পীঠস্থান৷ প্রচুর মানুষ মুম্বইয়ে এসে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন৷ এভাবে অকৃতজ্ঞ হওয়া উচিৎ নয়, তাঁর মত৷
Maharashtra is cultural n intellectual face of India..land of Great Shivaji maharaj. Mumbai has fed millions of Indians n given them Name Fame n Glory.Only ungrateful can compare it with POK..Shocked n disgusted #EnoughIsEnough #आमचीमुंबई #mumbaimerijaan #जयमहाराष्ट्र
— Urmila Matondkar (@UrmilaMatondkar) September 3, 2020
Mumbai meri Jaan lived and worked here for almost twenty years. Moved here to live on my own at age 19. This city embraced me with open arms and kept me safe. A cosmopolitan, inclusive, diverse, beautiful city.
— Dia Mirza (@deespeak) September 3, 2020
मुंबई हिंदुस्तान है।
— Riteish Deshmukh (@Riteishd) September 3, 2020
— Swara Bhasker (@ReallySwara) September 3, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kangana Ranaut