#মুম্বই: কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas)-এর প্রাক্কালে মুক্তি পেল কার্গিল যুদ্ধের নায়কের জীবন নিয়ে গড়ে ওঠা গল্পের ঝলক। মুক্তি পেল 'শেরশাহ' ছবির ট্রেলার (Shershaah Trailer Out)। কার্গিলের যুদ্ধে শহিদ ভারতীয় সেনা ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন নিয়ে এই ছবি তৈরি করা হয়েছে। নিজের সাহসিকতার জন্য মরণোত্তর পরমবীরচক্র পুরস্কার পেয়েছিলেন তিনি। দেশের জন্য প্রাণ দিয়েছিলেন ক্যাপ্টেন বাত্রা। তাঁর চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra), ও তাঁর হবু স্ত্রী ডিম্পল চিমার চরিত্রে দেখা যাবে কিয়ারা আডবানীকে (Kiara Advani)।
প্রায় তিন মিনিটের মুক্তি পাওয়া ট্রেলারে কার্গিল যুদ্ধের ঝলক ও ভারতীয় সেনার সাহসিকতার গল্প দেখানো হয়েছে। রয়েছে ক্যাপ্টেন বাত্রার জীবনের টুকরো ঝলকও। সিদ্ধার্থ মালহোত্রা নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই ট্রেলার শেয়ার করেছেন। লিখেছেন, 'ক্যাপ্টেন বিক্রম বাত্রা ডিউটিতে রিপোর্ট করছে। অপেক্ষার অবসান শেষ পর্যন্ত। আমি গর্বিত কার্গিল যুদ্ধের এই হিরোর লেজেন্ডারি গল্প আপনাদের সামনে তুলে ধরতে পেরে।' কিয়ারাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ট্রেলারটি।
গত সপ্তাহেই ছবির নির্মাতারা জানিয়ে দিয়েছিলেন ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবি এবং এবারের স্বাধীনতা দিবস উপলক্ষেই ১২ অগস্ট মুক্তি পাবে ছবিটি (Shershaah Release Date)। ছবিটির প্রযোজক করণ জোহরের ধর্মা প্রোডাকশন্স। ওই দিন একটি এক মিনিটের ভিডিও শেয়ার করা হয়েছে ছবির নির্মাতাদের তরফে। সেখানে ভারতীয় সেনার পোশাকে প্রয়াত ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে দেখা গিয়েছে সিদ্ধার্থকে। এরই সঙ্গে কার্গিল যুদ্ধের সময়ের কিছু সত্যিকারের ফুটেজও জুড়ে দেওয়া হয়েছে ভিডিওতে। বিক্রম বাত্রা ও সাংবাদিক বরখা দত্তকেও দেখা গিয়েছে সেখানে। আবেগের মিশ্রনে যুদ্ধের ছবি হতে চলেছে 'শেরশাহ'।
View this post on Instagram
১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সৈনিক ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। ভারতের জন্য কী ভাবে তিনি নিজের জীবন দিয়েছিলেন সেই গল্পই রয়েছে ছবির প্লটে। সত্যিকারের এই কাহিনি পর্দায় পরিচালনা করেছেন বিষ্ণু প্রধান। শেরশাহ ছবিতে আরও দেখা যাবে শিব পণ্ডিত, রাজ অর্জুন, প্রণয় পাচুরি, হিমাংশু অলোক মালহোত্রা, নিকতিন ধীর, অঙ্কিতা গোরায়া, অনিল চরণজিত, সাহিল বেদ, শাতফ ফিগর ও পবন চোপড়াকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kiara Advani, Sidharth Malhotra