MS Dhoni Retirement:‘তোমাকে ভীষণ ভালবাসি মাহি ভাই, ধন্যবাদ এত সুন্দর ক্রিকেট মেমোরিগুলোর জন্য’, ধোনির উদ্দেশে রণবীর সহ বার্তা গোটা বলিউডের
পনেরো বছরের বর্ণময় ক্রিকেট জীবনের ইতি পড়ল ১৫ অগাস্টের সন্ধ্যায়। একদম চিরকালীন ধোনির হেলিকপ্টার শট স্টাইলে ৷ পনেরো বছরের বর্ণময় ক্রিকেট জীবনের ইতি পড়ল ১৫ অগাস্টের সন্ধ্যায়। একদম চিরকালীন ধোনির হেলিকপ্টার শট স্টাইলে ৷
#মুম্বই:সমস্ত জল্পনায় ইতি ঘটিয়ে আচমকাই শেষ হয়ে গেল ক্রিকেটের আরও এক অধ্যায় ৷ আন্তর্জাতিক ক্রিকেটের ২২ গজে নীল জার্সি গায়ে আর দেখা মিলবে না তাঁর ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি। পনেরো বছরের বর্ণময় ক্রিকেট জীবনের ইতি পড়ল ১৫ অগাস্টের সন্ধ্যায়। একদম চিরকালীন ধোনির হেলিকপ্টার শট স্টাইলে ৷‘মে পল দো পল কা শায়ের হুঁ... ইনস্টাগ্রামে অমিতাভ বচ্চনের ‘কভি কভি’ সিনেমায় মুকেশের গাওয়া গানটি জুড়ে ৪ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিওতে ২২ গজে ১৫ বছরের ক্রিকেট জীবনের ফ্ল্যাশব্যাক পোস্ট করেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা সফল অধিনায়ক ৷ ক্যাপশনে ধোনি লেখেন, ‘সবাইকে এত ভালবাসা এবং সবসময়ের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ ৷ আজ রাত ৭ টা ২৯ মিনিট থেকে আমাকে অবসর প্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারেন।’ অবসর প্রসঙ্গে এইটুকুই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। গোটা বিশ্বের ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাঁদিয়ে দেওয়ার জন্য এই বার্তাই যথেষ্ট ৷ আচমকা ক্যাপ্টেন কুল-এর অবসরের ঘোষণায় মন খারাপ বলিউডেরও ৷ সোশ্যাল মিডিয়া ভাসছে সেলেবদের বার্তায় ৷ কেউ লিখেছেন, ‘চিরজীবনের জন্য হেলিকপ্টার সার্ভিস বাতিল’ ৷ আবার কেউ লিখেছেন, ‘না , এটা হতে পারে না পরের ম্যাচে তোমাকে দেখার জন্য অপেক্ষা করে আছি ৷’
পর্দার ধোনি সুশান্ত সিং রাজপুতের চিরবিদায়ের ঠিক দুমাসের মাথাতেই ২২ গজ থেকে বিদায় নিলেন আসল মহেন্দ্র সিং ধোনি ৷ আইপিএল-এ ধোনিকে ব্যাট দেখা গেলেও আন্তর্জাতিক মাঠে আর দেখা মিলবে না তাঁর ৷ রণবীর সিং থেকে রীতেশ দেশমুখ, বরুণ ধাওয়ান থেকে ভিকি কৌশল, ইয়ামি গৌতম থেকে রণদীপ হুডা একের পর এক সেলেবদের বার্তা ট্যুইটারে ৷
বলিউড থেকে প্রথম ট্যুইট রণবীরের৷ পর্দার কপিলদেব রণবীর সিং ধোনির উদ্দেশ্যে লেখেন, ‘লাভ ইউ মাহিভাই ৷ আমাদের ক্রিকেট মাঠে বার বার গর্বিত করার জন্য ধন্যবাদ ৷’বাকি ক্রিকেট অনুরাগীদের মতো ধোনির অবসরে মনখারাপ রীতেশ দেশমুখের ৷ ট্যুইটারে ধোনির উদ্দেশে তাঁর বার্তা, ‘হৃদয় থেকে কখনও অবসর নিতে পারবে না ৷ সারা জীবন তুমি আমাদের মনে থাকবে ধোনি ৷’রণদীপ হুডা লিখেছেন, ‘না, তুমি সারাজীবন সেরা বলে পরিচিত... ধন্যবাদ ধোনি এতদিন ধরে আনন্দ দেওয়ার জন্য ৷’কয়েকদিন আগে অবসর নিয়ে লাগাতার হয়ে জল্পনায় জল ঢালতে ধোনি ঘরণী সাক্ষী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ধোনি কবে অবসর নেবে সেটা আর কেউ নয়, ঠিক করবেন খোদ ধোনি ৷ স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আচমকাই এল সেই মন খারাপ করা খবর ৷ ইনস্টাগ্রামে ঘোষণা করলেন খোদ মহেন্দ্র সিং ধোনি ৷
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।