#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে আত্মহত্যাই ঘোষণা করেছে পুলিশ। তাঁর মৃত্যুকে মেনে নিতে পারছে না বলিউড থেকে শুরু করে গোটা দেশ। উঠছে নানা কথা। নেপোটিজমকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। আঙুল উঠছে বলিউডের অনেকের দিকেই। সুশান্তের মৃত্যুর পর তাঁর জীবনের ভাল মুহূর্তের ভিডিও বার বার ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার বন্ধুরা তাঁর পুরোনো ছবি শেয়ার করছেন।
View this post on Instagram
সুশান্তের বলিউডে পা টিভি সিরিয়াল দিয়ে। পবিত্র রিস্তা- বদলে দিয়েছে তাঁর জীবনকে। এই সিরিয়ালে তাঁর নায়িকা ছিলেন অঙ্কিতা লোখান্ডে। অঙ্কিতার সঙ্গে কাজ করতে গিয়েই ভালবাসার সম্পর্কে আবদ্ধ হন সুশান্ত। তারপর বহুদিন তাঁরা ছিলেন এক সঙ্গে। এই সময়টায় অনেকেই কাছ থেকে দেখেছিলেন সুশান্ত ও অঙ্কিতাকে। মৌনি রায় তাঁদের মধ্যে একজন। বাঙালি মেয়ে মৌনিও কেরিয়ার শুরু করেন টিভি সিরিয়াল দিয়ে। মৌনি তাঁর ইনস্টাতে সুশান্তের কিছু পুরোনো ছবি শেয়ার করলেন। সেখানে অঙ্কিতাও রয়েছেন। এই মিষ্টি ছবি শেয়ার করে মৌনি লেখেন, "মনে পড়ছে।" তবে সুশান্তের কাছে এ সবই আজ অধরা। মাত্র ৩৪ বছরে এমন সিদ্ধান্ত তিনি না নিলেই পারতেন!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।