#মুম্বই: বরাবরই সাহসী পোশাকে নজর কাড়েন তিনি ৷ বাঙালি অভিনেত্রী হলেও বি-টাউনেই তাঁর মুখ দেখতে বেশি অভ্যস্থ দর্শককূল ৷ সিরিয়াল থেকে বড় পর্দা, সবেতেই সাবলীল বাঙালি অভিনেত্রী মৌনি রায় ৷ কখনও ‘নাগিন’, কখনও আবার অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’...টুকটুক করে ভালই এগিয়ে চলেছেন মৌনি ৷সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ নায়িকা ৷ এই গরমে সমুদ্রতট থেকে উষ্ণতা ছড়ালেন তিনি ৷ নিজেই তা পোস্ট করলেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৷ স্বচ্ছ জলে সাদা বিকিনিতে নেমে সাঁতার কাটলেন মৌনি ৷ কখনও বা সৈকতে মনোকিনি পরে দিলেন লাফ ৷ কখনও আবার লেসের ব্রিটেল আর প্রিন্টেড স্কার্টে নজর কাড়লেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।