#মুম্বই: করোনা আবহে ম্লান বলিউডও! তারউপর এ'বছর ইন্ডাস্ট্রি হারিয়েছে ইরফান খান, সুশান্ত সিং রাজপুত, ঋষি কাপুরের মতো প্রিয় তারকাদের! স্বাভাবিকভাবেই মন খারাপ ইন্ডাস্ট্রির। গণেশ পুজো থেকে দীপাবলি... বলিউডে কোনও উৎসবই এবার আর রং পায়নি। অমিতভ বচ্চন আগেই ঘোষণা করেন, ঋষি কাপুরের মৃত্যুর জন্য এ বছর তাঁরা দীপাবলি পার্টির আয়োজন করবেন না। যদিও একতা কাপুরের বাড়িতে দিওয়ালি পার্টি হয়, কিন্তু জৌলুস ছিল নামমাত্র।
শুধু সিনেমা জগৎ নয়, টেলি তারকারাও এবছর দিওয়ালি পার্টিতে তেমনভাবে মাতেননি। অভিনেত্রী আমনা শরিফের বাড়িতে দিওয়ালি পার্টির আয়োজন হয়েছিল ঠিকই, তবে হজির ছিলেন হাতেগোণা ঘনিষ্ঠরা। তারমধ্যেই 'টক অফ দ্য টাউন' হয়ে ওঠেন বাঙালি কন্যা মৌনী রায়! ধামাকাদার নাচে বঙ্গললনাই ছিল পার্টির 'হার্টবিট'! সাদা লেহেঙ্গায় 'একবার জওয়ানি যায় তো ফির না আয়' গানে সে কী নাচ মৌনির! একেবারে উঠে পড়লেন সোফায়...সুন্দরীর দেদার ঠুমকার দিওয়ানা পার্টিতে উপস্থিত সকলে!
View this post on Instagram
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় বঙ্গতনয়া মৌনি রায়ের ফ্যান-ফলোয়ার দেখলে চোখ কপালে উঠবে! তিনি কী পরছেন? কী করছেন? কী খাচ্ছেন? অভিনেত্রীর প্রতিটা মুহূর্তের আপডেট পেতে মরিয়া নেটিজেন! মৌনিও ফ্যানদের হতাশ করেন না! নিত্যনতুন পোস্ট শেয়ার হতে থাকে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
লকডাউনে দীর্ঘদিন ঘরবন্দি থেকে ক্লান্ত মৌনি, তাই করোনা আবহেই কিছুদিন আগে পাড়ি দিলেন মলদ্বীপ! সূর্যস্নাতা সমুদ্র সৈকতে বিকিনিতে উচ্ছ্বল সুন্দরী! এতদিন বাদে খোলা আকাশের নীচে, উন্মুক্ত বাতাসে শান্তির নিশ্বাস নিতে পেরে মৌনির খুশি আর ধরে না! সি-বিচেই একহাতে ডাব নিয়ে নাচ জুড়েছিলেন সুন্দরী! নিজেই সেই ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়! নীল বিকিনির মাঝে উঁকি দিচ্ছে গাঢ়-সুঠাম ক্লিভেজ, ছিপছিপে মেদহীন ওয়েস্ট-লাইন, চোখে গগলস... মৌনির লাস্যময়ী ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি!
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের হেভিওয়েট ছবি 'ব্রহ্মাস্ত্র'-এ দেখা মিলতে চলেছে সুন্দরীর। বলিটাউনের অলিতে গলিতে কান পাতলেই শোনা যায়, ইদানীং পরিচালক অয়নের সঙ্গেই নাকি প্রেম করছেন মৌনি। দুজনেই বাঙালি...তাই তো প্রেম জমে ক্ষীর ৷ অয়ন মুখোপাধ্যায়ের জন্মদিনে মৌনি রায়ের পোস্ট থেকেই উস্কেছে জল্পনা ! পোস্টে মৌনি অয়নকে বেস্ট বয়ফ্রেন্ড বলে উল্লেখ করেন ৷ বয়ফ্রেন্ড তো বটেই, সঙ্গে জুড়েছে বেস্ট তকমা ! তবেই ভাবুন! নাগিন সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয় হন মৌনি রায় ৷ টেলিভিশনের এই নায়িকা এখন বড় পর্দায় অক্ষয়ের বিপরীতে ৷ গোল্ড ছবিতে অভিনয় দিয়ে বলিউডে পা রাখেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mouni Ray