#মুম্বই: সংক্রমণ কিছুটা হলেও নিম্নগামী। ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছেন মানুষজন। লকডাউন পেরিয়ে কাজ শুরু হচ্ছে। শুরু হয়েছে সিনেমার শুটিংও। ফের অ্যাকশন আর প্যাক-আপের ডাকে অভ্যস্ত হতে শুরু করেছেন বলিউডের সেলেবরা। আর সেই সূত্রেই কাজে ফিরেছেন অনুষ্কা শর্মাও। কিন্তু সামনেই তাঁর ডেলিভারি। প্রথমবার মা হতে চলেছেন। সংক্রমণের মাঝে শুটিংয়ের কেমন অভিজ্ঞতা অনুষ্কার? সেটে কতটা নিরাপদে রয়েছেন তিনি? জানালেন অনুষ্কা নিজেই
হবু মা অনুষ্কা, এই প্যানডেমিকে শুটিং করাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। একজন অভিনেত্রী হিসেবে তাঁকে মাস্কহীন অবস্থায় ক্যামেরার সামনে অভিনয় করতে হবে। তাই এ নিয়ে প্রথমের দিকে খুব চিন্তায় ছিলেন অনুষ্কা। তবে আপাতত সব ঠিকঠাক রয়েছে। অনুষ্কা শর্মার কথায়, এই ক্রমবর্ধমান সংক্রমণের সময় মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল। তার উপরে বাড়ি থেকে বেরিয়ে শ্যুটিং করাটা যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। শ্যুটিং লোকেশন বা সেটগুলি নিরাপদ হবে কি না, সেখানে সমস্ত প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না, সেই বিষয় নিয়েও সংশয় ছিল। তবে আপাতত সব ঠিকঠাক রয়েছে। শ্যুটিং সেটে সবাই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলছেন। তাঁর প্রতি খেয়াল রাখার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন অনুষ্কা।
অনুষ্কা জানিয়েছেন, এই মারণ ভাইরাস এখনও থাকবে। তাই নিউ নর্মালে অভ্যস্ত হয়ে উঠতে হবে। যাবতীয় সুরক্ষা নিয়েই কাজ শুরু করে দিতে হবে। ডেলিভারির আগেই সমস্ত কাজ সেরে ফেলতে চাইছেন তিনি, তাই এখনও আরও কয়েক দিন লাগাতার শ্যুটিং করবেন। এমনই জানিয়েছেন বিরাট কোহলির পত্নী। সেটে থাকলে যে মন ভালো থাকে, সে কথাও স্বীকার করে নিয়েছেন তিনি। তাঁর কথায়, ''এই পুরো বছরটা ইন্ডাস্ট্রির জন্য একটা কঠিন সময়। কিন্তু ধীরে ধীরে সব কিছু আবার শুরু হচ্ছে। একই মেজাজে শ্যুটিং চলছে। তাই বেশ ভালো লাগছে। রোজ সেটে এলে কিংবা শুটিং টিমের সঙ্গে দেখা করলেও অনেকটা ভাল সময় কাটানো যায়।''প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। চলতি বছর ২৭ অগাস্ট 'গুডনিউজ' দেন বিরুষ্কা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma