Home /News /entertainment /
পিঠে ২৬ বছরের ছোট বউকে নিয়ে এক্সারসাইজ মিলিন্দ সোমনের, প্রকাশ্যে উষ্ণ মুহূর্ত

পিঠে ২৬ বছরের ছোট বউকে নিয়ে এক্সারসাইজ মিলিন্দ সোমনের, প্রকাশ্যে উষ্ণ মুহূর্ত

মিলন্দ সোমন আর অঙ্কিতার প্রেম দেখার মতো...

 • Share this:

  #মুম্বই: মাঠে উপুড় হয়ে শুয়ে রয়েছেন বলিটাউনের সবসময়ের 'হট ফেভারিট' মিলিন্দ সোমন। পিঠে এসে বসলেন স্ত্রী অঙ্কিতা। একে একে দ'পাই তুলে দিলেন মিলিন্দের পিঠে, তারপর পিঠের উপরেই এক্কেবারে বাবু |হয়ে বসলেন... এবার অঙ্কিতাকে পিঠে নিয়েই ডন-বৈঠক শুরু করলেন মিলিন্দ! আহা! বড়ই রোম্যান্টিক সেই ওয়র্কআউট ! ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন খোদ মিলিন্দ সোমন। ক্যাপশনে লিখেছেন, 'ফান অ্যান্ড গেমস... ধন্যবাদ অঙ্কিতা, বিষয়টি সহজ করে তোলার জন্য। মিস করছি তোমায়!' দেখুন সেই ভিডিও--

  ৫৩ -র মিলিন্দ আর ২৮-এর অঙ্কিতা... কপোত কপোতির প্রেম দেখে অনেকেই হিংসায় চোখ টাঁটান! কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে শেষ পর্যন্ত গত বছর বিয়েটা সেরেই ফেলেছেন মিলিন্দ সোমন ৷ আলিবাগে বসেছিল বিয়ের আসর ৷ ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব আর আত্মীয়-স্বজদের উপস্থিতিতে বহুদিনের বান্ধবী অঙ্কিতা কোনওয়াড়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মিলিন্দ ৷

  বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের একটি ন্যুড ছবি শেয়ার করেন মিলিন্দ সোমন। সাদা কালোয় তোলা, জঙ্গলের মধ্যে নগ্ন মিলিন্দের ছবি মুহূর্তে ভাইরাল হয়। ছবিটা শ্যুট করা হয়েছিল ১৯৯১ সালে। সেই বছরই, ৩০ আগস্ট জন্ম স্ত্রী অঙ্কিতার। অর্থাৎ মিলিন্দ যখন ছবিটা তোলেন তখন তাঁর স্ত্রীর সবে যন্ম হয়েছে আর তাঁর বয়স ২৬। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর, ছবিটায় কমেন্ট, লাইক-এর ঝড় ওঠে। সবথেকে নজর কাড়ে স্ত্রী অঙ্কিতার কমেন্ট। তিনি লেখেন, ‘এই জন্যেই আমি এসেছিলাম.... হ্যালো লাভার’। উত্তরে মিলিন্দ লেখেন , 'সব তোমারই জন্যে’।

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Milind soman ankita konwar

  পরবর্তী খবর