#মুম্বই: সুশান্ত মৃত্যু তদন্তে মাদক যোগে সম্প্রতি রিয়া চক্রবর্তীর ভাই শৌভিককে গ্রেফতার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB)। শৌভিকের (Showik Chakraborty) পাশাপাশি এনসিবি সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও গ্রফতার করেছে। এ ছাড়া এনসিবি রিয়া চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করেছে।
ছেলের গ্রেফতারির পর গত রবিবার রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী প্রথম মিডিয়ার সামনে মুখ খোলেন ৷ প্রথমে মেয়ে রিয়াকে কাঠগোড়ায় তোলা এবং তারপর সুশান্ত মৃত্যুতে মাদক যোগে তাঁর ২৪ বছরের ছেলে শৌভিককে গ্রেফতার করা হয় ৷ এই নিয়ে ইন্দ্রজিৎ চক্রবর্তী বলেন- 'কংগ্রাচুলেশন ইন্ডিয়া! আমার ছেলে গ্রেফতার হয়েছে। আমি নিশ্চিত যে আমার মেয়েও গ্রেফতার হবে ৷ ওঁর নম্বর এরপরেই রয়েছে ৷ তারপরে কী হবে কেউ জানে না। ন্যায়বিচারের নামে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারকে শেষ করা হচ্ছে। জয় হিন্দ।' সুশান্তের বাবার দায়ের করা অভিযোগ অনুযায়ী রিয়া, শৌভিকের পাশাপাশি তাদের বাবা ইন্দ্রজিৎ বাবুও এই মামলায় অভিযুক্ত ৷
Rhea Was Doing 2-3 Foreign Trip a year Rhea Was Doing Shopping Worth Rs 20 lakh a day and Consuming Drugs !!
But, Rhea Chakraborty And Family is Saying #IamSoMiddleClass Have You ever Seen This kind Of Middle Class Family? — Sonu Nigam (@Official_Sonu7) September 7, 2020
Understanding new definition of #Middleclass families pic.twitter.com/2kSoFtqnzJ
— Ajay Pratap Singh (@average_vn) September 6, 2020
ইন্দ্রজিৎবাবুর এই মন্তব্যের পরেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায় । নেটিজেনদের বক্তব্য, রিয়ারা যদি সাধারণ মধ্যবিত্ত পরিবার হয়, তা হলে সত্যিকারের মধ্যবিত্ত মানুষরা লজ্জায় মুখ লুকাবেন । কারণ রিয়া-শৌভিকদের জীবনযাত্রা একেবারেই মধ্যবিত্ত পরিবারের মতো নয় । তাঁরা মাসে ১৫ বার নাকি গোয়ায় ঘুরতে যেতেন । কোটি টাকার ফ্ল্যাট রয়েছে রিয়ার নামে । দেশের সবচেয়ে দামি আইনজীবী’কে নিয়োগ করেছে তার পরিবার । যাঁর দর ১০ লাখ টাকা । রিয়ার পরিবারের বছরে ২-৩টি বিদেশযাত্রাও ছিল বাঁধা ।
Which Indian #Middleclass Girl Goes To Goa 15 Times In 1 Month???? The Above Question Is Taken From#IAS Questionnaire
— Angshuman Bose (@angshguds) September 5, 2020
Middle class ?? I'm also middle class pr 10 lakhs wala lawyer nhi hire kr skte. Crores ki property bhi nhi le skte.#Middleclass https://t.co/rONrcXDoAP
— Aanchal Barchhiha (@AanchalBarch) September 6, 2020
সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মঙ্গলবার, এনসিবি অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। জানা গিয়েছে যে, এনসিবি রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিককে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে৷ কারণ রিয়া ও শৌভিকের মধ্যেও মাদকের বিষয়ে আলোচনার প্রমাণ মিলেছে৷ এই সবের মধ্যে তাই রিয়া চক্রবর্তীর গ্রেফতার হওয়া যেন সময়ের অপেক্ষা বলেই মনে করছে অনেকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drugs, Indrajit Chakraborty, Rhea Chakraborty, Sushant singh Rajput