• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মিটু বিতর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন অজয় দেবগন! কোন সতর্কবাণী দিলেন তিনি...

মিটু বিতর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন অজয় দেবগন! কোন সতর্কবাণী দিলেন তিনি...

photo source collected

photo source collected

 • Share this:

  #মুম্বই:মিটু নিয়ে মুখ খুললেন অজয় দেবগন। প্রথমবার মিটু নিয়ে তাঁকে কিছু বলতে দেখা গেল। নিজের একটি ছবির প্রচারে এসে অজয় জানান, মিটু বিতর্কে যাদের নাম জড়িয়েছে তা দেখে অবাক হন তিনি। নাম না করেই অজয় বলেন, কখনও কল্পনাও করেননি যে তাঁর এক সময়ের সহ আভিনেতাদের নামও জড়াবে এই বিতর্কক

  তবে তাঁর সহ আভিনেতাদের নাম জড়ালেও অজয় কিন্তু বলিউডে মহিলাদের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হয়েছেন। তবে অহেতুক যেন কারও নাম মিটুতে না জড়ায় সে দিক নিয়েও ভাবতে বলেছেন তিনি। সংবাদ মাধ্যমকে সতর্ক থাকতে বলেছেন। কাউকে দোষারোপ করার আগে যেন সত্যতা যাচাইয়ের চেষ্টা করা হয়।

  অজয় দেবগন কথা বলেছেন এই বিষয়ে, এটাই অনেক। অজয় সচরাচর জনসমক্ষে মুখ খোলেন না, ছবি সম্পর্কিত বিষয় ছাড়া। তবে মিটু বিতর্ক নিয়ে বলিউড এখনও বেশ উত্তাল। অভিযোগের আঙুল উঠছে রাজকুমারি হিরানি থেকে শুরু করে সাজিদ খানের বিরুদ্ধেও।

  আরও ভিডিও দেখুন--->

  First published: