corona virus btn
corona virus btn
Loading

এবার মারাঠি ছবির সঙ্গীত পরিচালনায় অনুপম রায় ! শুটিং হচ্ছে কলকাতাতেই

এবার মারাঠি ছবির সঙ্গীত পরিচালনায় অনুপম রায় ! শুটিং হচ্ছে কলকাতাতেই
photo source collected

প্রথমবার কলকাতাকে নিয়ে মারাঠি ছবি তৈরি হচ্ছে। শুটিংও শুরু হয়েছে

  • Share this:

#কলকাতা: এবার মারাঠি ছবির গান বাঁধছেন অনুপম রায়। বলিউডে তাঁর সঙ্গীত পরিচালনায় আগেই তৈরি হয়েছে 'পিকু'র মতো ছবি। শুধু 'পিকু' নয় 'পিঙ্ক', 'পরি', 'বদলা' সহ আরও বেশ কিছু ছবিতে অনুপমের গান শোনা গিয়েছে। এবার তিনি মারাঠি ছবির সুরকার হলেন।

তবে কেবলমাত্র সঙ্গীতপরিচালক নয় এই ছবির পরিচালকও বাঙালি। শুভ বসু নাগের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। প্রথমবার কলকাতাকে নিয়ে মারাঠি ছবি তৈরি হচ্ছে। শুটিংও শুরু হয়েছে । মোহন আগাসের মতো মারাঠি অভিনেতা ছাড়াও ছবিতে রয়েছেন বরুণ চন্দ। স্বানন্দ কারকারের সঙ্গে ছবির গান রেকর্ড করেছেন অনুপম। আসলে প্রতিভা থাকলে তাকে আটকায় কার সাধ্য। অনুপম নিজের ট্যালেন্ট দিয়েই আজ জায়গা করে নিয়েছেন গোটা দেশের সঙ্গীত ইন্ডাস্ট্রিতে। অনুপমের গানের একটি নিজস্ব ঘরানা রয়েছে। যা ছুঁয়ে যায় সঙ্গীত প্রেমীদের মন।

First published: September 15, 2019, 1:48 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर