#মুম্বই:মানসিক অবসাদের কারণেই বলিউডের অন্যতম প্রতিভাবান নায়ক সুশান্ত সিং রাজপুত নিজেকে শেষ করে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ ৷ এই খবর নিয়ে উত্তাল বলিউড ৷ সুশান্তের এই মৃত্যু এখন যেন বিদ্রোহের রূপ নিয়েছে৷ এই মৃত্যুর খবরকে সঙ্গে নিয়ে একের পর এক সামনে এসেছে বলিউডের অন্ধকার দিক ৷ নেপোটিজম বিতর্ক ৷ ঠিক এই বিতর্কের মাঝেই মুখ খুললেন অভিনেতা মনোজ বাজপেয়ী ৷
সম্প্রতি হিউম্যান অফ মুম্বইকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী অকপট স্বীকার করলেন তিনিও আত্মহত্যার চেষ্টা করেছিলেন৷ তাঁর কথায়, ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে তিনবার আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ৷ আমার বন্ধুরা ভয় পেয়েছিল, যদি আমি কোনও ভুল পথে চলে যাই ৷ নিজেকে শেষ করে ফেলি ৷ আমাকে আগলে রেখেছিল তাঁরা ৷’
হিউম্যান অফ মুম্বইয়ের সোশ্যাল মিডিয়া পেজে তিনি লিখলেন, ‘আমি কৃষকের বাড়ির ছেলে ৷ আমার ৫ ভাইবোন রয়েছে ৷ গ্রামেরই পাঠশালাতে পড়াশুনো করতাম ৷ তবে স্বপ্ন দেখতাম অভিনেতা হব ৷ ১৭ বছর বয়সে দিল্লি বিশ্ববিদ্যালয়ে চলে আসি৷ বাবাকে চিঠি লিখে অভিনেতা হওয়ার কথা জানাই৷ বাবা রাগ করেননি ৷ আমাকে ২০০ টাকা পাঠাত ৷ তিনবার ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে আমাকে বাতিল করেছে ৷ তবে আমি থামিনি ৷ তারপর একদিন তিগমাংশু ধুলিয়া ও শেখর কাপুরের সঙ্গে দেখা হয় ৷ ওরা আমাকে ব্যান্ডিট ক্যুইনের জন্য সিলেক্ট করে ৷ মুম্বই চলে আসি ৷ একটা ছোট্ট ঘরে থাকার ব্যবস্থা হয় ৷ সঙ্গে আরও ৫ জন ৷ তখন মুম্বইয়ে একটা বড়া পাওয়ের অনেক দাম ৷ কিন্তু আমি স্বপ্নের পিছনে দৌঁড়ে যাই ৷ একের পর এক প্রোজেক্ট থেকে আমাকে বাতিল করা হয় ৷ তারপর মহেশ ভাটের ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পাই ৷ ১৫০০ টাকা করে পেতাম ৷ এরপর সত্যা ছবিই আমার ভাগ্য ঘুরিয়ে দেয় ৷ ৬৭ সিনেমা করেছি ৷ নিজের বাড়ি কিনেছি ৷ এখনও স্বপ্ন বেঁচে রয়েছে আমার !’
Published by:Akash Misra
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।