হোম /খবর /বিনোদন /
আমিও আত্মহত্যা করতাম ! বিস্ফোরক অভিনেতা মনোজ বাজপেয়ী

আমিও আত্মহত্যা করতাম ! বিস্ফোরক অভিনেতা মনোজ বাজপেয়ী

ঠিক এই বিতর্কের মাঝেই মুখ খুললেন অভিনেতা মনোজ বাজপেয়ী ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: মানসিক অবসাদের কারণেই বলিউডের অন্যতম প্রতিভাবান নায়ক সুশান্ত সিং রাজপুত নিজেকে শেষ করে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ ৷ এই খবর নিয়ে উত্তাল বলিউড ৷ সুশান্তের এই মৃত্যু এখন যেন বিদ্রোহের রূপ নিয়েছে৷ এই মৃত্যুর খবরকে সঙ্গে নিয়ে একের পর এক সামনে এসেছে বলিউডের অন্ধকার দিক ৷ নেপোটিজম বিতর্ক ৷ ঠিক এই বিতর্কের মাঝেই মুখ খুললেন অভিনেতা মনোজ বাজপেয়ী ৷

সম্প্রতি হিউম্যান অফ মুম্বইকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী অকপট স্বীকার করলেন তিনিও আত্মহত্যার চেষ্টা করেছিলেন৷ তাঁর কথায়, ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে তিনবার আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ৷ আমার বন্ধুরা ভয় পেয়েছিল, যদি আমি কোনও ভুল পথে চলে যাই ৷ নিজেকে শেষ করে ফেলি ৷ আমাকে আগলে রেখেছিল তাঁরা ৷’

 
View this post on Instagram
 

“I’m a farmer’s son; I grew up in a village in Bihar with 5 siblings–we went to a hut school. We led a simple life, but whenever we went to the city, we’d go to the theatre. I was a Bachchan fan & wanted to be like him. At 9, I knew acting was my destiny. But I couldn’t afford to dream & continued my studies. Still, my mind refused to focus on anything else, so at 17, I left for DU. There, I did theatre but my family had no idea. Finally, I wrote a letter to dad–he wasn’t angry & even sent me Rs.200 to cover my fees! People back home called me ‘good for nothing’ but I turned a blind eye. I was an outsider, trying to fit in. So, I taught myself English & Hindi–Bhojpuri was a big part of how I spoke. I then applied to NSD, but was rejected thrice. I was close to committing suicide, so my friends would sleep next to me & not leave me alone. They kept me going until I was accepted. That year, I was at a chai shop when Tigmanshu came looking for me on his khatara scooter–Shekhar Kapur wanted to cast me in Bandit Queen! So I felt I was ready & moved to Mumbai. Initially, it was tough–I rented a chawl with 5 friends & looked for work, but got no roles. Once, an AD tore my photo & I’ve lost 3 projects in a day. I was even told to ‘get out’ after my 1st shot. I didn’t fit the ideal ‘hero’ face–so they thought I’d never make it to the big screen. All the while, I struggled to make rent & at times even a vada pav was costly. But the hunger in my stomach couldn’t dissuade my hunger to succeed. After 4 years of struggle, I got a role in Mahesh Bhatt’s TV series. I got Rs.1500 per episode–my first steady income. My work was noticed & I was offered my first Bollywood film & soon, I got my big break with ‘Satya’. That’s when the awards rolled in. I bought my first house & knew…I was here to stay. 67 films later, here I am. That’s the thing about dreams–when it comes to turning them into reality, the hardships don’t matter. What matters is the belief of that 9-year-old Bihari boy & nothing else.” -- HOB with @sonylivindia brings to you the story of Manoj Bajpayee, whose life has come full circle. To watch his award winning performance in Bhonsle, click on the link in bio!

A post shared by Humans of Bombay (@officialhumansofbombay) on

হিউম্যান অফ মুম্বইয়ের সোশ্যাল মিডিয়া পেজে তিনি লিখলেন, ‘আমি কৃষকের বাড়ির ছেলে ৷ আমার ৫ ভাইবোন রয়েছে ৷ গ্রামেরই পাঠশালাতে পড়াশুনো করতাম ৷ তবে স্বপ্ন দেখতাম অভিনেতা হব ৷ ১৭ বছর বয়সে দিল্লি বিশ্ববিদ্যালয়ে চলে আসি৷ বাবাকে চিঠি লিখে অভিনেতা হওয়ার কথা জানাই৷ বাবা রাগ করেননি ৷ আমাকে ২০০ টাকা পাঠাত ৷ তিনবার ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে আমাকে বাতিল করেছে ৷ তবে আমি থামিনি ৷ তারপর একদিন তিগমাংশু ধুলিয়া ও শেখর কাপুরের সঙ্গে দেখা হয় ৷ ওরা আমাকে ব্যান্ডিট ক্যুইনের জন্য সিলেক্ট করে ৷ মুম্বই চলে আসি ৷ একটা ছোট্ট ঘরে থাকার ব্যবস্থা হয় ৷ সঙ্গে আরও ৫ জন ৷ তখন মুম্বইয়ে একটা বড়া পাওয়ের অনেক দাম ৷ কিন্তু আমি স্বপ্নের পিছনে দৌঁড়ে যাই ৷ একের পর এক প্রোজেক্ট থেকে আমাকে বাতিল করা হয় ৷ তারপর মহেশ ভাটের ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পাই ৷ ১৫০০ টাকা করে পেতাম ৷ এরপর সত্যা ছবিই আমার ভাগ্য ঘুরিয়ে দেয় ৷ ৬৭ সিনেমা করেছি ৷ নিজের বাড়ি কিনেছি ৷ এখনও স্বপ্ন বেঁচে রয়েছে আমার !’

Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, Manoj Bajpeyee