• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • পেটে ফাটানো হবে ডিম,শরীরী উষ্ণতায় নিমেষে হবে ফ্রাই!মল্লিকাকে প্রস্তাব ছিল প্রযোজকের!

পেটে ফাটানো হবে ডিম,শরীরী উষ্ণতায় নিমেষে হবে ফ্রাই!মল্লিকাকে প্রস্তাব ছিল প্রযোজকের!

 • Share this:

  #মুম্বই: মল্লিকা শেরাওয়াত মানেই স্ক্রিন জুড়ে উত্তেজনা৷ তিনি ভীষণ সাহসী৷ তাঁর পোশাক হোক বা ছবির কনটেন্ট, সবেতে তা প্রকাশ পায়৷ মল্লিকা নিজেও বেশ মজা পান তাঁর এই স্টেটাসে৷ কপিল শর্মার শোয়ে এসে নিজেই জানালেন এক মজার গল্প৷

  কমেডি ওয়েব সিরিজ বু সবকি ফটেগির প্রচারে তিনি, একতা কাপুর, তুষার কাপুর সকলে হাজির ছিলেন এই শোয়ে৷ সেখানে একের পর এক মজার অভিজ্ঞতা ভাগ করছিলেন তারকারা৷ একতা জানান যে একবার ভাই তুষারের সঙ্গে ঝগড়ায় ডাকতে হয়েছিল পুলিশ৷ এরপর মল্লিকাকে নিয়ে কথা শুরু হলে শোয়ের হোস্ট কপিল জানান যে মল্লিকার ছবি ছাপানো পেপারে অনেকে নাকি রুটি মুড়ে রাখেন গারম থাকার জন্য!

  আরও পড়ুনফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি অকৃতজ্ঞ! জায়রার সিদ্ধান্তে বিস্ফোরক রবিনা,পাল্টা যা লিখলেন...

  এরপর মল্লিকা নিজেই তুলে ধরেন তাঁর hot অবতারের নমুনা৷ জানান যে একদা এক প্রযোজক তাঁকে বলেছিলেন যে মল্লিকা ভীষণ হট, আর তা বোঝাতেই ছবির দৃশ্যে তাঁর পেটে ডিম ফাটানো হব এবং শরীরী উষ্ণতার ফলে তা ফ্রাই হয়ে যাবে নিমেষে!এভাবে ছবিতে তুলে ধরা হবে মল্লিকার শরীরের 'hotness' ৷ তবে সে যাত্রায় হতাশ হয়েছিলেন প্রযোজক, কারণ মল্লিকা তাতে না জানিয়েছিলেন৷

  First published: