#মুম্বই: মালাইকা আরোরা। তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, ডান্সার। সেই সঙ্গে তাঁকে বলা হয় ফিটনেস গুরু। তাঁকে দেখলে কেউ বলবে না তাঁর ৪৭ বছর বয়স। বডি ফিটনেসে মালাইকাকে টেক্কা দিতে কেউ পারবে না। তবে মালাইকার জীবন বিতর্কে ভরপুর । সব সময়ই কিছু না কিছু নিয়ে ট্রোল হতে হয় তাঁকে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের উৎসাহ কম নয়। সলমন খানের বউদি ছিলেন তিনি। দীর্ঘ সময় আরবাজ খানের স্ত্রী ছিলেন মালাইকা। কিন্তু এরপর তাঁর জীবনে আসেন অর্জুন কাপুর।
বয়সে অর্জুন মালাইকার থেকে প্রায় ১৫ বছরের ছোট। মালাইকার একটি ছেলেও রয়েছে। ডিভোর্সের পর অর্জুনের সঙ্গেই আছেন মালাইকা। আর এ নিয়েও একাধিক কটূক্তির মুখোমুখি হতে হয় এই তারকা জুটিকে । তবে বলাই বাহুল্য এ সব ট্রোলকে একেবারেই পাত্তা দেন না মালাইকা বা অর্জুন । তাঁদের কাছে বিতর্ক যেন জলভাত হয়ে গিয়েছে ।
মালাইকা বরাবরই ভীষণ ফিগার সচেতন । বলিউডের অন্যতম আইটেম গার্লদের তিনি অন্যতম । জিম, যোগা, প্রাণায়াম, ডান্স...সবেতেই তিনি তুখর । আর পোশাক নির্বাচনের ব্যাপারেও তিনি সেরা । তাঁর ফ্যাশন সেন্স নিয়ে কোনও কথা হবে না । তাঁর অমন আকর্ষণীয় ফিগারকে আরও একটু মোহময়ী দেখায় তাঁর পোশাকের গুণে । মাল্লার শরীরচর্চা তো সোশ্য়াল মিডিয়ায় দারুণ হিট ৷ একের পর এক শারীরিক কসরতের ভিডিও এবং ছবি পোস্ট করে নেটিজেনদের রীতিমতো লজ্জায় ফেলে দেন তিনি ৷
View this post on Instagram
এ বারও তিনি পোস্ট করলেন একটি দূর্দান্ত যোগব্যয়ামের ভিডিও ৷ কালো রঙের শর্টস আর স্পোর্টস ব্রা পরে রয়েছেন তিনি ৷ মাথা নীচে আর পা উপরে রয়েছে তাঁর ৷ ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে, শুধু মুখে বলাই নয়, বাস্তবেও মালাইকা ঠিক কতটা ফিট ৷ ভিডিওর ক্য়াপশনে সকলকে 'নমস্তে' জানিয়েছেন সুন্দরী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malaika Arora, Yoga