#মুম্বই: এতদিন ছিল চুপিসাড়ে, আড়ালে-আবডালে ৷ এবার এল একেবারে প্রকাশ্যে ৷ এর আগে ডুবে ডুবে জল খেয়েছেন দু’জনেই ৷ কিন্তু কখনও খুল্লামখুল্লা স্বীকার করে নেননি সম্পর্কের কথা ৷ অর্জুন কাপুর আর মালাইকাল আরোরা, তাঁদের বয়সের পার্থক্য অনেকটাই ৷ কিন্তু প্রেম তো আর অত নিয়ম কানুন মেনে হয় না ৷ তাই ২০ বছরের বিবাহিত জীবন ছেড়েছেন মালাইকা ৷ অর্জুনও এখন পুরোপুরি ‘কমিটেড’ ৷ বিয়ে নিয়ে অবশ্য এই কাপলের মুখে স্পিকটি নট ৷
একসঙ্গে ঘোরাঘুরি, সময় কাটানো, হলিডে, পার্টি...সবই ঠিক আছে ৷ কিন্তু এতদিনে যাকে বলে দিনের আলো দেখল মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক ৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বয়ফ্রেন্ড অর্জুনকে বার্থ ডে উইশ করে সম্পর্ক অফিসিয়াল তকমা দিলেন মালাইকা ৷ একে অপরকে জড়িয়ে ধরা সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷
View this post on InstagramHappy bday my crazy,insanely funny n amazing @arjunkapoor ... love n happiness always
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arjun kapoor, Malaika Arora