corona virus btn
corona virus btn
Loading

'পিঙ্গা' নাচলেন প্রিয়াঙ্কা ও মাধুরী ! নাচের ভিডিও ভাইরাল প্রিয়াঙ্কার জন্মদিনে...

'পিঙ্গা' নাচলেন প্রিয়াঙ্কা ও মাধুরী ! নাচের ভিডিও ভাইরাল প্রিয়াঙ্কার জন্মদিনে...
photo source Instagram

এই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে প্রিয়াঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাধুরী।

  • Share this:

#মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের জনপ্রিয় অভিনেতা শুধু নন, তিনি পা রেখেছেন হলিউডেও। তাঁকে নিয়ে হলিউডেও সমান উত্তেজনা চোখে পড়ে। নিক জোনাসকে বিয়ে করে তিনি এখন বিদেশবাসী। আজ পিগি চপসের জন্মদিন। ১৯৮২ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বয়স ৩৮ হল।

তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানালেন মাধুরী দিক্ষিত। 'বাজিরাও মস্তানি'-তে প্রিয়াঙ্কার অভিনয় নজর কেড়েছিল সকলের। সেখানে প্রিয়াঙ্কা ও দীপিকার একটি জনপ্রিয় গান ছিল 'পিঙ্গা'। এই গানে নেচেছিলেন প্রিয়াঙ্কা ও দীপিকা। এবার সেই গানে নাচ করলেন মাধুরী। যদিও এটি একটি রিয়েলিটি শোয়ের ভিডিও। এখানে মাধুরী ও প্রিয়াঙ্কা ওই গানে নেচেছিলেন।

এই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে প্রিয়াঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাধুরী। তিনি লিখলেন, " তুমি সাথে থাকলেই চারপাশটা বদলে যায়। আমি চাই তুমি সব সময় সফল হও। এমনটাই থেকো। শুভ জন্মদিন প্রিয়াঙ্কা।"

Published by: Piya Banerjee
First published: July 18, 2020, 6:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर