#মুম্বই: করোনার জন্য সকলেই গৃহবন্দি। এই সময় কিছুতেই কাটতে চাইছে না সময়? শিখে ফেলুন নাচ ! তাও বলিউড সুপারস্টার মাধুরী দিক্ষিতের কাছ থেকে। বলিউডের ডান্সিং কুইন মাধুরী দীক্ষিত, তাঁর অনলাইন ডান্স অ্যাকাডেমি ডান্স উইথ মাধুরী-র মাধ্যমে প্রত্যেককে নাচ শেখানোর পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। মাধুরী নিজেও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। বাড়িতে বসেই তিনি সকলকে শেখাবেন নাচ।
সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, ”প্রায় তিন সপ্তাহ হয়ে গেল আমরা ঘরের মধ্যে আটকে রয়েছি। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সে কারণেই ডান্স উইথ মাধুরী ঠিক করেছে কিছুটা আনন্দ যাতে দেওয়া যায় মানুষকে। ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল, দুজন করে ডান্সার ক্লাস করাবেন ফ্রিতে। ডান্স উইথ মাধুরী ডট কম-এর জন্য আর আলাদা করে অপেক্ষা করতে হবে না। চলুন ডান্স করি। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। আর শুধু নাচ শিখবেনই না। আপনাদের নাচ আমাকে পাঠান। প্রতি সপ্তাহে একজন বেস্ট নৃত্যশিল্পীর সঙ্গে আমি অনলাইনে ভিডিও কলে কথা বলবো।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance, Lockdown, Madhuri Dixit