corona virus btn
corona virus btn
Loading

বাহুবলি প্রভাস প্রেমে পড়লেন শ্রদ্ধা কাপুরের!

বাহুবলি প্রভাস প্রেমে পড়লেন শ্রদ্ধা কাপুরের!
photo source collected
  • Share this:

#মুম্বই:  শ্রদ্ধা কাপুর ও প্রভাস পরস্পরের দিকে মিষ্টি ভাবে তাকিয়ে আছেন। তাদের এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি ছড়িয়ে পড়তেই অনেকের মনেই উঁকি দিয়েছে একটি প্রশ্ন। কেউ কেউ ভাবছেন বলিউডের জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেমে মজেছেন প্রভাস?

আদৌ কিন্তু তা নয়। জানা গেছে, প্রভাস- শ্রদ্ধা কাপুরের ভাইরাল হওয়া ছবিটি তাদের আগামী ছবি সাহোর শুটিংয়ের দৃশ্য। 'সাহো' ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। বেশকিছুদিন আগে এক সাক্ষত্‍কারে শ্রদ্ধা কাপুরের অভিনয়ের প্রশংসা করেন প্রভাস। বলেন, 'এর আগে আমি কোনও বলিউড তারকার সঙ্গে কাজ করিনি। 'সাহো' ছবিতে চরিত্রটির জন্য শ্রদ্ধা একেবারে সঠিক পছন্দ। ওর সঙ্গে কাজ করতে পেরে আমিও খুবই ভাগ্যবান। খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র অভিনয় করছেন শ্রদ্ধা। শুধু অভিনয়ই নয়, ছবিতে শ্রদ্ধার অনেক অ্যাকশন সিক্যুয়েন্সও রয়েছে।'

First published: April 16, 2019, 5:00 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर